পাপ্পু একবার মাকে জিজ্ঞেস করল, “মা, Pregnant মানে কি?” তার মা অনেক রাগ করল। তা দেখে পাপ্পু ভাবল Pregnant মানে রাগান্বিত। পরের দিন পাপ্পু স্কুল থেকে ফেরার সময় ধাক্কা খেয়ে এক মেয়ের উপর পড়ে গেল। মেয়েটির মা খুব রেগে গেল! এটা দেখে পাপ্পু বলল, “পড়লাম আমি আপনার মেয়ের উপর; তাতে আপনি Pregnant হলেন কেন?”
Tag: bangla jokes
Dec 30
রোমান্টিক মুডে ফুসকা
বল্টু আর তার প্রেমিকা পিংকি এক প্লেটে ফুসকা খেতেছে। একজন আরেক জনের চোখের দিকে তাকিয়ে আছে। রোমান্টিক পরিস্থিতি….
পিংকি (রোমান্টিক মুডে) : ওমন করেকি দেখছ?
বল্টুঃ আমাকেও এক- দুইটা ফুসকা খেতে দাও,
মটকী কোথাকার! সব ফুসকাএকা একাই গাল ভরে খাচ্ছে।
Dec 23
রচনা
শিক্ষকঃ বাতাস, নদী এবং পানি-এই তিনটির যে কোনো একটির ওপর ২০ লাইন রচনা লিখ।
.
.
.
.
ছাত্রঃ কী বলছেন স্যার! আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কিছুর ওপর লিখতে পারি না।
Dec 23
খোকা
বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা: দুজনকেই।
বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা: মায়ের সঙ্গে।
বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা: না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা: ঠিক আছে। ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
খোকা: তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
বাবা: এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন!
Dec 18
দুই পায়ের মাঝে আছে নরক
রফিক কলেজ লাইফ পার করে ১ বছর হলো ভার্সিটিতে ঢুকেছে। কিন্তু লুইচ্চামির স্বভাবটা তার এখনও রয়ে গেছে। ইতিমধ্যে তার একটা গার্লফ্রেন্ডও জুটে গেছে। একদিন সে তার গার্লফ্রেন্ডকে পটিয়ে তার বাসায় নিয়ে গেল…
রফিকঃ তোমাকে একটা কিস করি?
গার্লফ্রেন্ডঃ কি!!! এজন্য আমাকে বাসায় নিয়ে এসেছো?
রফিকঃ চল সেক্স করি…
গার্লফ্রেন্ডঃ শয়তান, তুমি জাহান্নামে যাবে।
রফিকঃ তুমি স্বর্গে যেতে চাও??
গার্লফ্রেন্ডঃ কিভাবে?
রফিকঃ আচ্ছা বলত…শয়তান, নরক আর স্বর্গ কি?
গার্লফ্রেন্ডঃ জানি না…
রফিকঃ আমার দুই পায়ের মাঝে আছে শয়তান। আর তোমার দুই পায়ের মাঝে আছে নরক। শয়তানকে নরকে ঢুকাও… তুমি স্বর্গে চলে যাবে !!