ইংরেজি ক্লাস শূরু হয়ে গেছে। ইংরেজি স্যার
বল্টুকে দেখে বললঃ বল্টু, ইউ আর লেট! হোয়াই ?
বল্টুঃ স্যার, আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে পড়েছিল।
স্যারঃ নো-নো, টেল মি ইন ইংলিশ।
বল্টুঃ স্যার, Our গাড়ি was পড়িং in কাদা। No নড়িং-চড়িং, only ভুম-ভুম sound করিং !!! স্যার বেহুঁশ
Tag: bangla jokes
Jan 07
ভুম-ভুম sound করিং
Jan 07
আসামীর ছবি
বল্টু জীবনে প্রথম থানায় গিয়ে নোটিশ বোর্ডে কয়েকটি ছবি দেখে জিজ্ঞেস করলোঃ “এইগুলা কাদের ছবি?”
অফিসার বললঃ ” আসামীর ছবি, এদের গ্রেফতার করতেহবে। বল্টু একটু ভেবে ক্রুদ্ধ কন্ঠে, তাহলে ছবি তোলার সময় গ্রেফতার করলেন না কেন?
Jan 07
স্ত্রীরা এমন ই হয়
স্বামীঃ “দুবাই যাচ্ছি।
স্ত্রীঃ “আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।
স্বামীঃ “আমেরিকা যাচ্ছি।
স্ত্রীঃ “আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো।
.
.
স্বামীঃ “প্যারিস যাচ্ছি।
স্ত্রীঃ ” আমার জন্য পারফিউম নিয়ে এসো।
.
.
স্বামীঃ “জাহান্নামে যাচ্ছি।
স্ত্রীঃ “আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রাইখো।
Dec 31
আজ অফিসে আসেনি
রেগেমেগে অফিস থেকে বাড়ি ফিরলেন শফিক।
শফিকের স্ত্রী বললেন, ‘কী হলো? আজ এত চটে আছো কেন?’
শফিক: আর বোলো না। প্রতিদিন অফিসে যে কর্মচারীর ওপর রাগ ঝাড়ি, সে আজ অফিসে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে!
Dec 30
আলাদিনের চেরাগ
একবার একটা মেয়ে আলাদিনের চেরাগ পেল । ঘষা দিতেই দৈত্য হাজির… অতঃপর মেয়েটির তিনটি ইচ্ছা –
১ম ইচ্ছা ,আমাকে অনেক ধৈর্যশীল করে দাও ।
২য় ইচ্ছা ,পৃথিবীর যত প্যাচ আর কুটনামি শিখার এবং বুঝার ক্ষমতা দাও ।
৩য় ইচ্ছা ,এমন কিছু দাও যা কোনদিন শেষ হবে না ।
অতঃপর দৈত্যটা তাকে হিন্দী সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!