মেয়ে : আমার মোবাইলটা বেশিরভাগ সময় আম্মুর হাতে থাকে।
ছেলে : তাহলেতো বিপদ যদি ধরা পরে যাই?
মেয়ে : চিন্তা করনা আমি তো নাম low battery নামে সেভ করে রাখছি, তুমি কল করলেই আম্মু আমার কাছে ফোন চার্জ দিতে বলে।
Tag: bangla jokes
Jan 18
low battery
Jan 18
ঘাসগুলোও বেশ বড়
করিম সাহেব একবার গাড়ি চালিয়ে যাওয়ার পথে দেখলেন, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে।
করিম সাহেবঃ কী ব্যাপার? ঘাস খাচ্ছ কেন?
লোকঃ স্যার, আমি তিন দিন ধরে কিছু খাইনি।
করিম সাহেবঃ ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো।
লোকঃ স্যার, আমার সঙ্গে আমার স্ত্রীও আছে।
করিম সাহেবঃ তাকেও সঙ্গে নাও।
লোকঃ স্যার, আমার সঙ্গে আমার তিন ছেলেমেয়েও আছে।
করিম সাহেবঃ তাদেরও সঙ্গে নাও।
লোকঃ স্যার, আপনার অশেষ দয়া! কিন্তু এতজনকে নিয়ে আপনা সমস্যা হবে না তো? .
করিম সাহেবঃ নাহ। আমার বাগানের ঘাসগুলোও বেশ বড় হয়ে উঠেছে!
Jan 18
বাংলায় কাল কত প্রকার
স্যার::-বল তো বাংলায় কাল কত প্রকার ??
ছাত্র::-স্যার, চার প্রকার ।
স্যার::-কী কী ??
চাত্র::-১.গতকাল। ২.সকাল । ৩.বিকাল । ৪.আগামী কাল । তবে এর বাইরে আছে । সমকাল, মহাকাল ।
Jan 18
সাদ্দাম,লাদেন ও বুশের বিচার
একদিন সাদ্দাম,লাদেন ও বুশের বিচার চলছিল। তাদের শাস্তি হলো ২০টা করে বেত্রা ঘাত। বিচারক প্রথমে বুশকে বললেন শাস্তি পাওয়ার আগে তোমার শেষ ইচ্ছা কি? বুশ বলল আমার পিঠে একটি বালিশ বাধা হোক,বুশের পিঠে বালিশ বাধা হল। ১০ বারি দেওয়ার পর বালিশ গেল ফেটে।বহুকষ্টে বুশ বাকি বেত্রাঘাত সইল। এরপর লাদেন কে বলল তোমার শেষ ইচ্ছা কি? লাদেন বলল আমার পিঠে দুইটা বালিশ বাধা হোক। তো লাদেন কে কোন আঘাত সইতে হল না। অবশেষে সাদ্দামকে বলা হলো তোমার শেষ ইচ্ছা কি???
সাদ্দাম বলল,আমার পিঠে বুশকে বাধা হোক!!!
Jan 17
খুদে আলু চাষ
এক বুড়া বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখেঃ ‘বেটা, আমার অনেক বয়ষ হইছে। এত বড় ক্ষেত খুদে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতি।
ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দেয়ঃ ‘তুমি ক্ষেত খুইদ না। ক্ষেতে আমি আমার অস্ত্র লুকিয়ে রাখছি।’
পরেরদিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেতখুদে দেখ্ল, কিন্তু অস্ত্র পেলো না।
ছেলে আবার তার বাবাকে চিঠি লিখ্লঃ ‘বাবা,আমি জেলে থেকে তোমার এতটুকু সাহায্যই করতে পারলাম। এখন শুধু আলুর বীজ লাগিয়ে দেউ।‘