Tag: bangla jokes

এ ভাবী তো স ভাবী না।

একদিন হাবলু হঠাৎ তার ভাবীকে ধরে প্রচুর মারধোর করতে লাগলো! সবাই অবাক হয়ে হাবলুকে থামালো আর করল,”তুমি তোমার ভাবীকে মারছ কেন?” হাবলু বলল,”আমার ভাবী ভাল মহিলা না!” সবাই বলল,”তুমি কিভাবে বুঝলা?” হাবলু বলল,”আর বইলেননা! আমি আমার যেই বন্ধুকেই ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করি,কার সাথে কথা বলিস?সেই বন্ধুই উত্তর দেয়, তোর
ভাবীর সাথে!”

আরেহ উজবুক

ভার্সিটির এক ছেলে এক মেয়েকে টিজ করার উদ্দেশ্যে বলছে-
ছেলেঃ যাইবা নাকি কাজী অফিস?!
মেয়েঃ চল!
ছেলেঃ কই যামু?!
মেয়েঃ প্রিন্সিপালের কাছে!
ছেলেঃ ওমাহ্! আপু আপনের  লগে কি একটু মশকরাও করা যাইবনা!
মেয়েঃ আরেহ উজবুক, ছুটি নিতে….।

পুরাই সারপ্রাইজ

বল্টুর বাপ, মকবুল বিদেশ থেকে দেশে ফিরছে ৷৷
মকবুল: বল্টু তোর মা কই??
বল্টু: আব্বা, মা তো কাশেম কাকার লাগে পালাইছে ৷৷
মকবুল: হারামজাদা, আমারে আগে কস নাই কেন??
বল্টু: না ভাবছিলাম, সারপ্রাইজ দিমু……

Your pen is awesome

এক অফিসের বস তার কলিগের জন্মদিনে তাকে একটা কলম গিফট করছে । তো রাতে কলিগ কলমটি দিয়ে লিখল, ও লিখে অনেক ভালো লাগলে, সে বসকে ধন্যবাদ জানাতে বসের মোবাইলে মেসেজ করল ।বসের মোবাইলে মেসেজটি পৌঁছলে তার বউ মেসেজটি পড়ল। এরপর সে বাপের বাডি চলে গেল । মেসেজটি ছিল এমন.
“Your pen*s (pen is) awesome, I’ve enjoyed it very much last night, Thank you”

ছাতা দিয়ে গুলি

একবার ৮১ বছরের এক বৃদ্ধ বিয়ে করল আঠার বছরের এক তরুণীকে। ১ বছর পরে তাদের একটা বাচ্চা হল। তো বৃদ্ধ বৌকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন জানতে, যে কীভাবে তাদেরসন্তান হল। তখন ডাক্তার তাকে এক গল্প শোনালেন- এক শিকারি একদিন বনে গেলেন বাঘ শিকার করতে। বাঘও চলে এলো একটা। তিনি বন্দুক তুলে নিলেন গুলি করতে, কিন্তু তিনি খেয়াল করলেন যে বন্দুকের বদলে তিনি ছাতা নিয়ে এসেছেন। কী আর করা, বাধ্য হয়ে ছাতা দিয়েই গুলি করলেন। বাঘও মরল। শুনে বৃদ্ধ অবাক হয়ে বললেন, এটা কি করে সম্ভব! ছাতা দিয়ে কি আর গুলি করা যায়? নিশ্চয়ই অন্য কেউ পাশ থেকে গুলি করেছে। ডাক্তার উত্তর দিলেন, আপনি ঠিকই ধরেছেন। অতএব আপনি এটাও বুঝতে পেরেছেন
যে বাচ্চাটা কীভাবে হলো…!