Tag: bangla jokes

Raddisson-এ যামু

গার্লফ্রেন্ডের হাতে সর্বস্বান্ত হওয়ার কারণে হাবলু ভিক্ষা করতে নামল।
পান্থপথ সিগন্যালে প্রথম দিন ভিক্ষা করে পেল ১০০ টাকা।

প্রচণ্ড ক্ষুধার্ত হাবলু ঢুকে পড়ল হোটেল সোনারগাঁও-এ।

সেখানে খাবারের বিল আসল ৩০০০ টাকা।
বিল পরিশোধ করতে না পারার কারণে হাবলুকে পুলিশ-এর হাতে ধরিয়ে দেয়া হল।
হাবলু পুলিশ-এর হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে জেল থেকে বেরিয়ে আসল আর ভাবল, “সামনের দিন Raddisson-এ যামু।”

পাপা

বড়লোক বাপের আধুনিক মেয়ে………..
বাবা: আগে তুই আমাকে পাপা বলতি , এখন ড্যডি বলিস কেন রে ???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
মেয়ে: ওউ ড্যডি!!!! হুয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যনড, পাপা বললে লিপস্টিক নষ্ট হয়ে যায়…

নোবেল প্রাইজ

1535689_657994454239551_1232474094_n

দুই পাগলের কথোপকথন

দুই পাগলের কথোপকথন:
১ম পাগল:আচ্ছা কম্পিউটার চালু করে কেমনে?
২য় পাগল:তুই জানিস না!!!
১ম:না
২য়:হাহাহাহাহা….এইজন্য মানুষ তোরে পাগল বলে ।
২য় পাগল: যা রিমোট টা নিয়ে আয় আমি চালু কইরা দিতাছি ।

রিমোট কন্ট্রোল

এক ভদ্রমহিলা কেনাকাটা শেষে টাকা দেওয়ার সময় বিক্রেতা লক্ষ করলেন, ভদ্রমহিলার ব্যাগের ভেতরে একটা টিভি রিমোট কন্ট্রোল।
বিক্রেতা: কিছু মনে করবেন না, ম্যাডাম, আপনি কি সব সময় ব্যাগে রিমোট কন্ট্রোল রাখেন?
ভদ্রমহিলা: না। শুধু যেদিন আমার স্বামী আমার সঙ্গে মার্কেটে আসতে রাজি হয় না, সেদিন!