Tag:

৯ বছরের দুইটা

ছেলেঃ মা, আমার জন্য ১৮ বছরের মেয়ে দেখো, বিয়ে করব।
মাঃ যদি না পাই।
ছেলেঃ তাইলে ৯ বছরের দুইটা মেয়ে হলেও চলবে।
মাঃ কি বললি!

৯ টা বাচ্চাকাচ্চা

স্বামী,স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর, স্ত্রী কাপড় চোপড়সহ ব্যাগ গোছানো শুরু করল।
স্বামীঃ ব্যাগ গোছাও কেন?
স্ত্রীঃ আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি।
এরপর স্বামীও ব্যাগ গোছানো শুরু করল।
স্ত্রীঃ তুমি আবার কই যাও!!!
স্বামীঃ আমিও আমার মায়ের কাছে চলে যাচ্ছি।
স্ত্রীঃ তাহলে আমাদের এই ৯ টা বাচ্চাকাচ্চা দেখবেকে???

স্বামীঃ তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ, fine, আমিও আমার মায়েরকাছে যাচ্ছি। সেই অনুযায়ী বাচ্চাকাচ্চাদেরও তাদের মায়ের কাছেই যাওয়া উচিত।

৯ মাস অপেক্ষা করতে হবে

একজন মহিলা ২ সপ্তাহের জন্য ইটালি যাবেন কোম্পানি ট্রেনিং এ। তার স্বামী তাকে এয়ারপোর্টে পৌছে দিলেন এবং তার শুভযাত্রা কামনা করলেন। তার স্ত্রী ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলেন “তোমার জন্য কি আনব?”

উত্তরে তার স্বামী হেসে বললেন “একজন ইটালী মেয়ে”
স্ত্রী কিছু না বলে চলে গেলেন। ২ সপ্তাহ পরে তার স্বামী আসলেন তাকে রিসিভ করতে। তিনি জিজ্ঞেস করলেন “যাত্রা কেমন হল?”

“চমৎকার। ধন্যবাদ” উত্তর দিলেন তার স্ত্রী।

“আমার উপহার এর কি হল?” জিজ্ঞেস করলেন স্বামী।
স্ত্রী বললেন”কোন উপহার?”

“ঐ যে আমি একটা ইটালীয়ান মেয়ে চেয়েছিলাম…” বললেন স্বামী

“ওহ, ঐটা…আমি যা পেরেছি করেছি…কিন্তু মেয়ে কিনা তা জানতে ৯ মাস অপেক্ষা করতে হবে।”