Tag:

দাদুর বাক্সে ১ টাকা

১ মিনিট ওয়েট করো

লিটল জন পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় উঠে ইশ্বরকে ডাকাডাকি শুরু করলো…

জনঃ ইশ্বর ও ইশ্বর!!! শুনছো!

ঈশ্বরঃ কি হয়েছে আমার প্রিয় জন?

জনঃ তোমার কাছে ১ কোটি বছর মানে কতক্ষন?

ঈশ্বরঃ আমার কাছে ১ কোটি বছর হলো ১ মিনিট।

জনঃ ও, আচ্ছা তোমার কাছে ১০০০ কোটি টাকা মানে কত পয়সা?

ঈশ্বরঃ ১০০০ কোটি টাকা আমার কাছে তো ১ পয়সারও কম।

জনঃ তাইলে তুমি আমাকে ১টা পয়সা দাওনা। প্লিইইজ।

ঈশ্বরঃ মাত্র ১ পয়সা!! ঠিক আছে বাছা। জাস্ট ১ মিনিট ওয়েট করো।

-এই বলে ইশ্বর অদৃশ্য হলেন।

১ ঘণ্টায় ১০০০

১ সময় কোন এক এলাকার উপর দিয়ে ১ টি ২ সিটের প্লেন উরে যাওয়ার সময় হটাত প্লেনটা ভেঙে পরে,
তারপর সেই গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি উদ্ধার কাজে লেগে পরে,
তারা ১ ঘণ্টায় ১০০০ লোক উদ্ধার করে ফেলা,
কিন্তু পুলিশ ঘটনা স্থলে এসে ভাবে যে প্লেন হল ২ সিটের আর ১ ঘণ্টায় উদ্ধার হল ১০০০ জন,
এতে কিভাবে সম্ভব হল,
পরে তদন্তের মাধ্যমে জানা জায় যে প্লেন টা পরেছিল একটি কবরস্থান এর উপড়ে |

১ এর ভিতর সব।

প্রথম বন্ধুঃ জানিস টগর এমন একটি মেয়েকে বিয়ে করেছে যে নাচ,গান,ছবি আঁকা, সাহিত্য,রাজনীতি,ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব জানে, তার ওপর কবিতাও লেখে! বোঝ!

দ্বিতীয় বন্ধুঃ আহা টগরের কী ভাগ্য রে, তবে ভাগ্যিস ও নিজে  রাঁধতে জানে!