এক দোকানে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে “এই বিরিয়ানি খান বিরিয়ানি হাতির পায়ের বিরিয়ানি”
তো এক লোক বিরিয়ানিতে হতির পা খুজছে
দোকানদার: আরে ভাই এভাবে খুজলে তো পাবেন না বিরিয়ানিতে হাতি পারা দিয়া চইলা গেছে. লও ঠ্যালা
Nov 22
এক দোকানে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে “এই বিরিয়ানি খান বিরিয়ানি হাতির পায়ের বিরিয়ানি”
তো এক লোক বিরিয়ানিতে হতির পা খুজছে
দোকানদার: আরে ভাই এভাবে খুজলে তো পাবেন না বিরিয়ানিতে হাতি পারা দিয়া চইলা গেছে. লও ঠ্যালা
May 28
জঙ্গলে এক সিংহ
ঘুমের বিড়ি খাচ্ছিল
তখন এক বানর
এসে বলে: ভাই ,নেশা ছাইড়া দাও ,আমার
সাথে আসো
-দেখো জঙ্গল কত
সুন্দর!
সিংহ বানরের
সাথে যেতে থাকলো
সামনে হাতি ইয়াবা
নিচ্ছিল …বানর
হাতিকেও একই
কথা বলল ….
এরপর হাতিও ওদের
সাথে চলতে শুরু
করলো ….
কিছুদুর
এগিয়ে তারা দেখল,
বাঘ বাংলা মদ
খাচ্ছে ,বানর তখন
তাকেও
একই কথায় বলল
সাথে সাথে বাঘ মদের
গ্লাস নামিয়ে রেখে —
বানরকে দিল
কইষা এক থাপ্পর
হাতি বলল —
বেচারাকে মারতছ
কেন?
বাঘ বলল–
|
এই
শালা কালকেও
গাজা খাইয়া আমারে জঙ্গলে ৩
ঘন্টা
ঘুরাইছিল !!