ম্যানেজার তার নতুন সেক্রেটারীকে বললো, আমি এখন এক জরুরী মিটিং-এ ব্যস্ত থাকবো । কোন ফোন এলে পরে করতে বলবে ।
সেক্রেটারীঃ জরুরী কথা থাকলে?
ম্যানেজারঃ যে কথাই হোক তুমি স্রেফ না বলে দেবে। বলবে অমন কথা সবাই বলে । যা হোক আমি এখন কথা বলতে চাই না । হ্যাঁ মনে থাকে যেন । বলবে অমন কথা সবাই বলে।
ম্যানেজার যেতেই সেক্রেটারী ফোন রিসিভ করতে লাগলো এবং না করে দিলো কিন্তু ওপাশের মহিলা জরুরী ভীষন জরুরী কথা ইত্যাদি বলে কিন্তু সেক্রেটারীকে গলাতে না পেরে বলেই ফেললো আমি তার স্ত্রী কথা বলছি…
সেক্রেটারী অধৈর্য কন্ঠে বললো, অমন কথা সবাই বলে…
Tag: সবাই
Nov 10
অমন কথা সবাই বলে
Nov 07
আমরা সবাই মিলে কাদব
একবার এক বাড়িতে এক প্রতিবেশী অতিথী এলো প্রতিবেশি বেশ পেটুক সে দিন যা রান্না হয়েছিলো তার সবই সে একা খেয়ে ফেললো । বাড়ির লোকজনদের জন্য কিছুই অবশিষ্ট রইল না । এমনকি বাচ্চা ছেলেটার জন্যও নয়, সে কাদতে বসে গেল । তাকে কাদতে দেখে মা বলল , এতো তাড়াতাড়ি কাদিস না । দাড়া অথিতি চলে যাক তারপর আমরা সবাই মিলে কাদব।