দেরী করে স্কুলে এসে
শিক্ষক : কিরে এত
দেরী হল কেন? স্কুল
কয়টায় শুরু হয়?
বল্টু: স্যার ,
আমি তো আগেই বাইর
হইছিলাম ,
আব্বা বলল
গরুটারে চেয়ারম্যান
বাড়ির ষাঁড়টার
কাছে দিয়া আসতে ,তা
দেরী হইয়া গেল।
শিক্ষক: তো এই
কাজটা তোমার
বাবা করতে পারল
না?
বল্টু: না স্যার ,
এইটা ষাঁড়েরই
করা লাগে ।
Tag: ষাঁড়ের
Jun 03