বড় ভাই ছোট ভাইকে উপদেশেস্বরুপ বললো , তুমি যদি আমার আর তোমার ভাবীর কথা শোনো তবে তোমাকে প্রতিদিন দুটো করে চকলেট দেব । তাই ছোট ভাই সব সময় ভাই ভাবীর কথা শুনতো একদিন রাতে সবাই শুয়ে পড়ল আস্তে আস্তে ছোট ভাই বড় ভাইয়ের খাটের নিচে গিয়ে চুপ করে বসে পড়ল । পরদিন ছোট ভাইকে ধরে ফেললো এবং বললো আপনি না বলেছিলেন আপনার আর ভাবীর সব কথা শুনলে আমাকে চকলেট দিবেন । আমি কাল রাতেও তো তোমাদের সব কথা শুনেছি।