একজন ভদ্রলোক হঠাৎ তার বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসে দোতলায় জানালার দিকে ক্যাচ লোফার ভঙ্গি করে দাঁড়ালেন । তার প্রতিবেশী ব্যাপারটা দেখে আশ্চর্য হয়ে বললেন, কী ভাই, নিজের বাড়ির জানলার দিকে অমন করে কী দেখছেন?
কিছু না, আমার বউ ঘড়িটা ছুড়ে মেরেছে। ওটা এই জানালা দিয়ে এখুনি পড়বে।
ধুর মশাই, সে তো অনেক আগেই পড়ে গেছে।
তা হতেই পারে না, আমার ঘড়িটা দশ মিনিট লেট আছে।