Tag: মফিজ

মফিজ যখন বাচ্চার বাবা

এক মহিলা ফোন করে বললঃ হ্যালো মফিজ সাহেব, আপনার সাথে আমার একটু দেখা করা এবং কথা বলা দরকার কারন আপনি আমার এক বাচ্চার বাবা। কিছুটা অবাক এবং হতবাক হয়ে মফিজ বললঃ– ওহ মাই গড, কি বলছেন??? আপনি তো দেখি আমার মান-সম্মান ধূলায় মিশিয়ে দিবেন।
আচ্ছা আপনি কি মাধবী?
মহিলাঃ– না !
মফিজঃ– চৈতী ?
মহিলাঃ– না না !
মফিজঃ– ইভা ?
মহিলাঃ– না না না !
মফিজঃ- মিলা ?
মহিলাঃ– না না না না !
মফিজঃ– তাহলে প্রভা ?
মহিলাঃ– না….না….. না… না…না….আহ.. .
“স্যার, আমি আপনার ছেলের স্কুলের শিক্ষিকা!!

মফিজ ভাইয়ের কলা

মফিজঃ ভাই কলা আছে ?
দোকানদারঃ না ।
১৫মিনিট পর মফিজ আবার গেছে….
মফিজঃ  ভাই কলা আছে ?
দোকানদারঃ  না ।
৩০মিনিট পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার একটু রেগেঃ  না ।
১ঘণ্টা পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার বললঃ  আপনারে কয়বার
বলব ?
বললামই তো কলা নাই !
১.৩০মিনিট পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার রেগে বললঃ আরেকবার
আইলে আপনারে হাতুড়ি দিয়া বাড়ি দিমু
২ঘণ্টা পরঃ
মফিজঃ ভাই হাতুড়ি আছে ?
দোকানদারঃ না ।
মফিজঃ তাইলে কলা আছে ?