Tag: ভাই

দেখেন ভাই

বাসের সিটে বসে ঝিমাচ্ছি। গায়ে কাপড়ের ঘষা খেয়ে চোখ মেলে দেখি কমবয়সী ফুলেল ছাপার শাড়ি পরা এক মহিলা, ছোট এক ছেলে বাচ্চা কোলে নিয়ে আমার সিট ঘেষে দাঁড়িয়ে আছেন।
হয়তো পুরুষ মানুষের ছোঁয়াচ বাঁচাতে এইভাবে দাঁড়িয়েছেন।
তাই বললাম বাচ্চাটাকে আমার কোলে দেন।
দিলেন না। আমি আবার চোখ বুজলাম।
এইবার টের পেলাম কেউ আমার ব্যাগের চেইন খুলছে।
আমি চোখ খুলতেই পিচ্চি বলে
আমি ব্যাগ খুলি নাই খালা,আম্মায় চেন খুলছে,আমার আম্মায় কিন্তু চুর আছে!!

ভালবাসাতো ভাই

পলি আর তার বয়ফ্রেন্ড রফিক বসে গল্প করছে। এমন সময় পলির ৩জন বান্ধবী এসে হাজির। এসেই প্রশ্ন করতে শুরু করে……

বান্ধবীরাঃ টিনা এটা কে রে?

পলিঃ আমার ভাই।

বান্ধবীরাঃ কেমন ভাই রে, চাচাতো?

পলিঃ না।

বান্ধবীরাঃ মামাতো?

পলিঃ না।

বান্ধবীরাঃ খালাতো?

পলিঃ না।

বান্ধবীরাঃ ফুফাতো?

পলিঃ না।

বান্ধবীরাঃ (রেগে গিয়ে) কি ভাই বলবি তো?

পলিঃ ও আমার ভালবাসাতো ভাই!!

আমরা মোট ৪০ জন ভাই বোন

১ম বন্ধুঃ আমরা মোট ৪০ জন ভাই বোন।
২য় বন্ধুঃ !? তোর বাসায় আদমশুমারীর লোক আসে নাই?
.
.
.
.
.
১মঃ আইছিলো, সবাই পড়তাছিলাম,
কোচিং ভাইবা চইলা গেছে…