Tag: বিশ।

কুড়ি আর বিশ।

হাবলু গেছে বাজারে দুধ বেচতে।
হাবলুর মা হাবলুকে বলছে, তুই দুধ কুড়িটাকায় বেচবি।
ক্রেতা : ঐ দুধ কত?
হাবলু : কুড়ি টাহা।
ক্রেতা : এর কম হবে না?
হাবলু : না,মা আমাকে কুড়ি টাকায় বেচতে কইছে।
ক্রেতা : আচ্ছা,তাহলে বিশ টাকাই রাখ।

হাবলু : বিশ টাকায় বেচমু না।
কুড়ি টাকা হলে লইতে পারেন..