হাবলু আর বাবলু, দুই ভাই
একটা আমগাছে ঢিল ছুড়ছিল।
হাবলু: ভাইয়া,এতক্ষণ ঢিল ছুড়ছি, তবু
এমটা পরছেনা। আমার মনে হয়
আমটা এখনো কাঁচা।
বাবলু: হুম ! বৃথা কষ্ট করে কি লাভ? তুই
এক কাজ কর তো, গাছ
বেয়ে অপরে উঠে যা।
হাবলু অনেক কষ্টে গাছের অপরে উঠল।
হাত বাড়িয়ে আমটা টিপে বাবলু
কে জানাল, “ভাইয়া, আমটা পাকা !
বাবলু: গুড ! জলদি নীচে নেমে আয়। দুই
ভাই মিলে ঢিল ছুরে আমটা পারতে খুব
বেশি দেরি হবে না !
Tag: বাবলু
Jun 04