Tag: বাচাল

বাচাল বাচ্চা

একটা বাচাল বাচ্চা বাসে উঠে ড্রাইভারের পাশে বসলো। বসেই এতো কথা বলা শুরু করলো যে ড্রাইভার বিরক্ত হয়ে গেল। বাচ্চার কথা গুলো এরকমের ‘ আমার আব্বা যদি মোরগ হতো আর আমার আম্মা যদি মুরগী হতো আমি একটা বচ্চা মুরগী হতাম‘একটু পর ছেলেটি আবার বলতেছে ‘আমার আব্বা যদি একটা ছেলে হাতি হতো আমার আম্মা যদি মেয়ে হাতি হতো আমি এ বাচ্চা হাতি হতাম। আবার একটু পর ‘আমার আব্বা যদি একটা ষাঁড় হতো আর আমারআম্মা যদি গরু হতো আমি একটা বাচ্চা গরু হতাম এভাবে বলতে বলতে ড্রাইভারকে সহ্ চূড়ান্ত সীমায় নিয়ে গেল। ড্রাইভার শেষে থাকতে না পেরে ছেলেটিকে বলল ‘তোমার আব্বা যদি একটা মাতাল হতো আর তোমার আম্মা যদি পতিতা হতো তাহলে তুমি ছেলেটি কিছুক্ষন চিন্তা করে বললো তাহলে আমি হতাম বাস ড্রাইভার ।