ময়টা সম্ভাবত ২০৫০ সাল হবে। আমেরিকা আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলছে।
দুই দেশের সেনারাই বাংকারে লুকিয়ে থেকে যুদ্ধ করছে।
ফলে কারো গায়েই গুলি লাগছে না। তো এভাবে চলতে চলতেই বাংলাদেশি সেনারা একটা বুদ্ধি বের করলো।
তাদের মধ্য থেকে একজন আমেরিকান সেনাদের উদ্দেশ্যে বলল,ওই তদেরমধ্যে “জন” কে রে….? ‘
আমেরিকান বাংকার থেকে একজন বেরিয়ে এসে বলল, আমি জন! ‘বাংলাদেশিরা তাকে গুলি করে মেরে ফেলল।
তারপর আবার ডাক দিলো, ‘ ওই স্মিথ আছস?আরেকজন আমেরিকান জবাব দিল, ‘ আছি ‘
তাকেও গুলি করে মেরে ফেলা হলো। এবার আমেরিকানরা চিন্তায় পরে গেলো।
তারা ভেবে দেখল বাঙ্গালীদের সাথে বুদ্ধিতে পারা যাবে না।
তাই তারা ঠিক করলো তাদের বুদ্ধি দিয়েই তাদের ঘায়েল করবে।
এবার এক আমেরিকান সেনা চেচিয়ে উঠল, ওই মোখলেস আছস নাকি?
বাংলাদেশি সেনারা বুঝল তাদের বুদ্ধি ধরা খেয়ে গেছে। তাই তারা নতুন বুদ্ধি বের করলো।
পাল্টা চেচিয়ে বলল, ‘ ওই,মোখলেস রে ডাকসে কেডা রে?
আমেরিকানটি বেরিয়ে এসে বলল, ‘আমি ডাকসি !! ‘
তাকেও গুলি করে মেরে ফেলা হলো!
এইভাবে বুদ্ধি খাটিয়ে বাংলাদেশ যুদ্ধে জয় লাভ করল।
Tag: বাংলাদেশ
Jun 28
বাংলাদেশ যুদ্ধে জয়
May 09
মেড ইন বাংলাদেশ
এক জাপানি ভদ্রলোক এসেছেন বাংলাদেশ ভ্রমনে। এয়ারপোট থেক বের হয়ে সামনে অপেক্ষারত একটা ট্যাক্সিতে চড়ে বসলেন হোটেলে যাওয়ার জন্য।
একটু পর একটা মোটরবাইক পাশ কাটাতেই জাপানিটা সোল্লাসে বলে উঠল,হোন্ডা, মেড ইন জাপান, ভেরী ফাস্ট!!ড্রাইভার কিছু বলল না।
একটু পর ওভারটেক করল একটা কার, আবার জাপানির চিৎকার, টয়োটা, হাহা, মেড ইন জাপান, ভেরী ফাস্ট!!ট্যাক্সি ড্রাইভার চুপচাপ শুনল, কিছু বলল না।
… এরপর একটার পর একটা গাড়ি পেছন থেকে উঠে যাচ্ছে আর জাপানি লোকটার উৎসাহ বেড়ে যাচ্ছে, কখনও মিৎসুবিশি,কখনও হোন্ডা, কখনও টয়োটা বলে লাফাচ্ছে আর মনের আনন্দে গুনকীতণ করছে, মেড ইন জাপান ভেরী ফাস্ট!! ভেরী ফাস্ট!!
অবশেষে, হোটেলে পৌছল তারা। ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিতে গিয়ে টাসকি, এইট হান্ড্রেড টাকা? হাউ কাম?
এতক্ষন চুপ থাকার পর কথা বলার চান্স পেয়েছে ট্যাক্সি ড্রাইভার, হাহা, ইয়ে মিটার, মেড ইন বাংলাদেশ, ভেরী ফাস্ট!! ভেরী ফাস্ট!!