একজন বাস ড্রাইভার আর এক পাইলট বন্ধুর মধ্যে কথা হচ্ছিল—
বাস ড্রাইভার: আমি মাঝে মাঝে আমার যাত্রীদের খাটিয়ে নিতে পারি। কিন্তু তুই পারিস না।
পাইলট: কী রকম?
বাস ড্রাইভার: তুই কি মাঝপথে প্লেন থামিয়ে বলতে পারবি, ‘ভাইয়েরা, একটু নামেন, ধাক্কা দিতে হবে?’
Tag: প্লেন
Jul 22
প্লেন থামিয়ে ধাক্কা
Nov 07
প্লেন এখনো ছাড়েনি
এরোপ্লেন চড়লে নীচের মানুষ গুলোকে একেবারে ছোট ছোট পিপড়া মত দেখায় যায় । এক নতুন এরোপ্লেন চড়া ভদ্রলোক প্লেনে উঠে তার পিপড়া দেখিয়ে বললেন ঐগুলি কিন্তু মানূষ প্লেনে চড়লে মানুষকে পিপড়ার মত দেখায় যায় । পাশের ভদ্রলোক হা করে সঙ্গের ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন আপনি যা দেখছেন তা সত্যি পিপড়া কারন প্লেন এখনো ছাড়েনি।