Tag: প্রেম

প্রেম আসলেই অন্ধ

প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে আরিফ।
বউ দেখানোর পর আরিফ বলল, দোস্ত, আমার বউ কেমন দেখলি?
– বুঝলাম, প্রেম আসলেই অন্ধ।

পরকীয়া প্রেম

স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার
পুরানো প্রেমিকের
সাথে বসে গল্প করছিল।
এমন সময় হঠাত
স্বামী এসে পড়লে প্রেমিক
আলমারির পিছনে লুকিয়ে গেল।
ঘরের মেঝেতে চুরুট
পড়ে থাকতে দেখে স্বামী রেগে গেল।
বলে উঠল,এই চুরুট
কোথা থেকে এসেছে??
স্ত্রী কিছু বলতে পারল
না দেখে স্বামী আরো রেগে গেল ।
স্বামী বলল
তোমাকে বলতেই হবে এই চুরুট
কোথাকার???
প্রেমিক বন্ধুটি সহ্য
করতে না পেরে আলমারির পিছন
থেকে বের হয়ে বলল,ও
তো মেয়ে মানুষ ,ও
কি করে জানবে এই চুরুট
কোথাকার??
আপনি পুরুষ মানুষ হয়ে ও
চিনতে পারছেন
না যে এই চুরুট আমেরিকার ।

প্রেম নিবেদন

এক ছেলে এক মেয়ে কেঃ “I LOVE YOU!!”
মেয়ে খেপে গিয়েঃ “মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে পার নাহ??”

ছেলেঃ “আসসালামু আলাইকুম, I LOVE YOU!!”