Tag: পান-সুপারি

পান-সুপারি

এক কৃষক সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে !
পানগাছ বড় হয়ে সুপারি গাছে উঠে গেছে…
একদিন এক পাখি এসে পানপাতায় পায়খানা করে দিল !
তো অন্য এলাকার একলোক
সেখানে গিয়ে এসব দেখে তো অবাক !
একই গাছে পানসুপারি কি করে সম্ভব?
আবার পান পাতায় পাখির বর্জ্য
শুকিয়ে সাদা হয়ে গেছে যাকে লোকটি চুন ভেবেছে!!
তারপর লোকটি পাখির
পায়খানা ভরা পাতা আর গাছের
সুপারি পেড়ে মুখে পুরছে আর বলছে….
“কিবা দেশে আইলাম রে ভাই!
কিবা দেশের গুণ……
একই গাছে পান-সুপারি!
একই গাছের চুন……!