২ জন পাগল একটি পাগলা গারদে বসে ছিল। একজন ছিল গামছা পরা, আরেকজন ছিল ন্যাংটা। হঠাত্ গামছা পরা পাগল ন্যাংটা পাগলকে বলল, তুই তো দেখি একেবারেই পাগল হয়ে গেছিস!
ন্যাংটা পাগল : কেন?
গামছা পরা পাগল : আজ মন্ত্রী আসবে আমাদের পাগলা গারদ পরিদর্শন করতে আর তুই ন্যাংটা হয়ে বসে আছিস?
ন্যাংটা পাগল : এখন আমি কী করি বল তো?
গামছা পরা পাগল : নে ধর, অন্তত আমার গামছাটা পরে থাক।
Tag: পাগল
Dec 11
ন্যাংটা পাগল
Nov 08
পাগল
এক বাস ড্রাইবার এক্সিডেন্ট করে রাস্তার পাশে জমির ভিতর ঢুকে পরে | পুলিশ এসে তাকে জিজ্ঞাস করল, ফাকা রাস্তায় সে কেন এরকম এক্সিডেন্ট করল?
ড্রাইবার বলল, স্যার আমি তো ভালোভাবেই বাস চালাচ্ছিলাম, হটাৎ করে এক পাগল রাস্তার মাঝে এসে নাচতে শুরু করল ।
আমি ভাবলাম আমি যদি পাগলকে বাচাই, তাহলে বাসের সবাইকে মারতে হবে আর যদি বাসের সবাইকে বাচাই, তাহলে পাগলকে মারতে হবে । আমি চিন্তা করে দেখলাতম, একজনের চেয়ে, সবাইকে বাচানো ভালো । তাই আমি সিদ্ধান্ত নিলাম পাগলটাকে মারবো ।
স্যার আমি যখন পাগলটাকে মারতে গেলাম , পাগলটা দৌড়ে জমির ভিতর ঢুকে গেল ।
Nov 07
অধেক লোক পাগল
প্রথম জানঃ ওকে বিয়ে করার জন্য শহরের অধেক লোক পাগল ।
দ্বিতীয়ঃ সেকি অধেক লোক পাগল ?
প্রথমজনঃ হ্যাঁ, অধেক কারন ,কারন বাকি অধেকের সাথে তার এর আগেই একবার করে বিয়ে হয়ে গেছে।