হোজ্জা একটা স্টল খুলে ওখানে নোটিশ টাঙিয়ে দিলেন।
‘যেকোনো বিষয়ে দুই প্রশ্নের জবাবের বিনিময়ে পাঁচ পাউন্ড।’
একজন পথচারী হন্তদন্ত হয়ে তাঁর কাছে এসে টাকাটা হাতে দিয়ে বলল, ‘দুটো প্রশ্নের জন্য পাঁচ পাউন্ড, একটু বেশি নয় কি?’
‘হ্যাঁ, ঠিকই বলেছেন’, হোজ্জা বললেন, ‘এর পরের প্রশ্ন?’
Tag: পরের
Sep 24
পরের প্রশ্ন
Nov 06
পরের বাসে
এক লোক হন্যে হয়ে এক লোকাল বাসের পেছনে ছুটছে |তাই দেখে বাসের হেলপার বলল,এত কষ্ট না করে পরের বাসে আসলেই তো পারেন । লোকটা উত্তর দিল,সারা জীবন তো পরের বাসে চড়ে এলাম,নিজের তো আর বাস কোন দিন ছিল
না ।