গুলিস্তানের পকেটমারদের সুনাম শুনে এক লোক গুলিস্তানে এল ব্যাপারটা দেখার জন্য। সে বুক পকেটে একটা একশ টাকার নোট নিয়ে সারা গুলিস্তান ঘুরে বেড়াতে লাগল। সারা দিন কেটে গেল কিন্তু কোন খবর নেই। পকেটের টাকা পকেটেই পড়ে রইল। সন্ধ্যায় একটা পানের দোকানে থেকে পান কিনতে কিনতে দোকানদারকে বলল, কই, গুলিস্তানের পকেটমাররা নাকি দেশের সেরা কিন্তু তার তো কোনো পরিচয় পেলাম না।
একটু দূরে দাঁড়ানো এক ছেলে তখন বলল, জাল নোট নিয়ে ঘুরে বেড়ালে কে তোমার পকেট মারবে?
Tag: পকেটমার
Jul 29