Tag: নিয়ে

ইয়ে নিয়ে একটি জরিপের ফলাফল

প্রশ্ন: একা একা ইয়ে কেন করেন?

৩%: ঘুম আসে না।
৭%: মাথায় ইয়ে উঠে যায়।
৯০%: বল নিয়ে খেলতে খেলতে গোল দিতে না পেরে গোল পোস্টেই ঝুলে পড়ি।

প্রেমিককে নিয়ে বিছানায়

সবসময় মাতাল স্বামীর
অবর্তমানে স্ত্রী তার প্রেমিককে
নিয়ে বিছানায়
চাদরে ঢেকে আনন্দে লিপ্ত।
চরম মুহুর্তে ডোরবেলের শব্দ
স্ত্রী প্রেমিককে- ”
তাড়াতাড়ি লুকাও,আমার
স্বামী এসে গেছে”
প্রেমিক- ” কোন ব্যাপার
না,মাতালে বুঝতেই
পারবে না,তুমি যেমন আছ তেমনিই
থাক”
মাতাল স্বামী চাদরের নীচে ঢুকে –
স্ত্রীকে বলল,” প্রিয়তমা,চাদরের
নীচে ৬টি পা মনে হচ্ছে কেন?”
স্ত্রী-” কি যে বল,মাতাল
হয়ে তুমি ভুল করছ,নেমে দেখ ৪
টি পা আছে”
স্বামী বিছানা থেকে নেমে ৪টি পা
হয়ে বলল,
” সরি,সোনা, আসলে আমি মাতাল
ছিলাম তো”

নিজের কম্বল নিজে নিয়ে নিন

একটি আন্তর্মহাদেশীয় ট্রেনে এক ব্যক্তি আর এক মহিলা একই কম্পার্টমেন্টে শোওয়ার জায়গা পেয়েছেন। প্রথমে কিছুক্ষণ উসখুস করলেও দুজনেই খুব ক্লান্ত থাকায় অল্পক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়লেন। ভদ্রলোক উপরের বার্থে আর ভদ্রমহিলা নীচের বার্থে।

মাঝরাতে হঠাৎ ভদ্রলোকের ঘুম ভাংল। তিনি একটু ইতস্তত করে ভদ্রমহিলাকে ঘুম থেকে জাগিয়ে বললেন ” দেখুন কিছু মনে করবেন না , আমার এত ঠান্ডা লাগছে, আপনি কি দয়া করে আমার সুটকেস থেকে একটা কম্বল বার করে আমায় দেবেন ?”

ভদ্রমহিলা উত্তরে বললেন ” আমার আরো একটা ভালো আইডিয়া আছে। আজকের রাতের জন্য মনে করি না আমরা স্বামী আর স্ত্রী?”

ভদ্রলোক খুব অবাক আর মনে মনে খুব খুশি হয়ে বললেন ” ওয়াও!!! দারুণ আইডিয়া!! তাহলে এখন আমার কি করা উচিত?”

“উঠুন আর নিজের কম্বল নিজে নিয়ে নিন। “

এই নিয়ে চারবার

অধিনস্ত কর্মচারীঃ দেখুন স্যার কাল আমার দিদিমা মারা গেছেন আজ আমি ছুটি চাইছি ।
– সত্যি দুঃখিত মিঃ সোম আপনার দিদিমা কিন্তু এই নিয়ে চারবার মার গেলেন।

আমি এই নিয়ে নবম বার

কটা কোম্পানী তাদের কারখানা অগ্নি- বীমা করাবে ঠিক করল । পরদিন কোম্পানীর ম্যানেজারের ঘরে বারবার বীমা দালালরা দেখা করবার জন্য আসতে লাগল । কোম্পানী ম্যানেজারে ব্যস্ত ছিল্রন তিনি আটজন দালালকে বললেন আমার সময় নেই পরে দেখা হবে । পরে ম্যানেজার বললেন উ আপনাকে নিয়ে এই নয়জন এর আগে আটজনকে না দেখে বিদায় দিয়েছে
দালাল এক গাল হেসে বললেন । আমি এই নিয়ে নবম বার এসেছি।