বহুদিন পর দুই ঠগবাজের দেখা।
– এই, দাঁত দিয়ে তুই তোর চোখ কামড়াতে পারবি?
– পারলে কত টাকা দিবি?
– পাঁচ শ’ টাকা। বাজি রইল।
দ্বিতীয় ঠগবাজ তার পাথরের চোখটা বের করে দাঁত দিয়ে কামড় দিল। বাজি হেরে প্রথম ঠগবাজ ভাবল অন্য চোখটা তো আর পাথরের হতে পারে না। বলল, বাকি চোখটা যদি দাঁত দিয়ে কামড়াতে পারিস তা হলে এক হাজার টাকা পাবি।
দ্বিতীয় ঠগবাজ হাঁ করে তার বাঁধানো দু’পাটি দাঁত বের করে চোখটা কামড়ে বলল,দে টাকা।
Tag: ঠগবাজের
May 24