Tag: চুলকিয়ে

চুলকিয়ে আরাম পান।

এক লোক অনেক দিন ধরে চুলকানির
সমস্যায় ভুগছে।
একদিন সে গেল এলাকার এক
ডাক্তারের কাছে।
ডাক্তার রোগীর রোগের ইতিহাস
শুনেঅনেকক্ষণ চিন্তাভাবনা করে এক
ডোজওষুধ দিলেন।
রোগী খুশি হয়ে বলল, ‘এবার আমার
চুলকানি চিরতরে সারবে তো?
’ডাক্তার বেশ গম্ভীর হয়ে বললেন,
‘এটা চুলকানি সারার ওষুধ না।
’রোগী অবাক হয়ে বলল,
‘এটা চুলকানি সারার ওষুধ
না তো কিসের ওষুধ?
’ডাক্তার আগের মতোই বললেন, ‘এই
ওষুধটা আমি দিয়েছি আপনার নখ বড়
হওয়ার জন্য, যাতে চুলকিয়ে আরাম
পান।