Tag: গাধা

গাধা

এক গাধা জঙ্গলে বসে কাঁদছে। অন্য এক গাধা রাস্তা দিয়ে যাচ্ছিল।
২য় গাধা: কী হলো, কাঁদছ কেন?
১ম গাধা: আমি আগে এক ধোপার বাড়িতে কাজ করতাম, সে বাড়ির কথা খুব মনে পড়ছে।
২য় গাধা: মালিক বুঝি তোমাকে খুব আদর করত?
১ম গাধা: না, খুব মারত।
২য় গাধা: তাহলে কাঁদছ কেন?
১ম গাধা: ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল।
২য় গাধা: কী রকম?
১ম গাধা: মালিক প্রায়ই তার তরুণী মেয়েটাকে মারত, আর বলত, ‘তোকে আমি গাধার সঙ্গে বিয়ে দেব, তবু ওই বখাটেটাকে মেনে নেব না!’

আমি একটা গাধা

এক মহিলা রাতে একা বাড়ি ফিরতেছিলো।
এক ছেলে রাতে একা মহিলা কে দেখে লোভে বলল আমি আপনাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসি ?
মহিলা বলল ঠিক আছে। বাড়িতে গিয়ে মহিল বলল অনেক রাত হয়েছে তুমি বরং বিট্টুর ঘরে গিয়ে বিট্টুর সঙ্গে ঘুমাও।
ছেলেঃ -না আমি এখানেই সোফা তে ঘুমাতে পাবো।
মহিলাঃ- অনেক request করলেন ছেলে টি কে বিট্টুর সঙ্গে ঘুমাতে।
ছেলেঃ -না আমি এখানে এ ঘুমাবো।
মহিলাঃ- ঠিক আছে তুমি এখানে ঘুমাও আমিই বিট্টুর সঙ্গে ঘুমাতে গেলাম।
পর দিন সকালে ঘুম থেকে উঠে ছেলেটি ঐ বাড়িতে একটি খুব সুন্দরি মেয়ে কে দেখে অবাক হয়ে মেয়ে কে জিজ্ঞাসা করলো ..
ছেলেঃ – এই কে তুমি ?
মেয়েঃ-আমি বিট্টু………. আপনি কে ?
ছেলেঃ – আমি একটা গাধা।

গাধা দেখেছিস?

দুই বন্ধুর ঝগড়া লেগেছে। রাগে এক বন্ধু অপর বন্ধুকে বলল,

: তুই কি জানিস? তুই তো একটা গাধা।

: তুই কি কোনদিন গাধা দেখেছিস?

: অবশ্যই। এইতো আমার সামনে দাঁড়িয়ে আছে।

গাধা আর রাজা

রাজা গোপাল ভাড় কে প্রশ্ন করল,গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু?

গোপাল রাজা থেকে নিজের দুরত্ব টা মেপে তারপর জবাব দিল,বেশি না ,মাত্র সাড়ে চার হাত ব্যবধান ।