ছেলে : কি করো?
মেয়ে : চ্যাট করি।
ছেলে : কার সাথে?
মেয়ে : ৩ জনের সাথে।
ছেলে : কে কে ?
মেয়ে : এক জন ভালোবাসার মানুষ,
এক
জন সুখ দুঃখের সাথী, আর এক জন আমার
সব চেয়ে কাছের বন্ধু।
ছেলে : এক সাথে ৩ জনের সাথে।
মেয়ে : তো কি হইছে !
ছেলে : আমি তোমার মত না।
মেয়ে : তুমি কেমন ?
ছেলে : আমি যখন তোমার সাথে
চ্যাট
করি, শুধু চ্যাট এ তুমি ই থাকো।
মেয়ে : ভালো তো।
ছেলে : হুম।
মেয়ে : হুম কি? রাগ করেছ ?
ছেলে : না।
মেয়ে : মন খারাপ?
ছেলে : না।
মেয়ে : তাহলে কিছু লেখ না যে?
ছেলে : এমনি।
মেয়ে : আমি জানি তুমি রাগ করেছ।
ছেলে : আরে নাহ, রাগ করার কি
আছে?
মেয়ে : মিথ্যে বল কেন?
ছেলে : তাহলে সত্য কি?
মেয়ে : সত্য তুমি রাগ করেছ।
ছেলে : আমি রাগ করলে কার কি
আসে
যায়?
মেয়ে : সেটাও ঠিক।
ছেলে : আচ্ছা তুমি চ্যাট কর আমি
গেলাম!
মেয়ে : আরে কই যাও শুনে যাও না
কার
সাথে চ্যাট করছি।
ছেলে : বল…।
মেয়ে : আরে পাগল। আমার
ভালোবাসার
মানুষ “তুমি” আমার সুখ দুঃখের সাথী
“তুমি” আমার সব চেয়ে কাছের বন্ধু শুধু ই
তুমি আমি যে তিন জনের সাথে চ্যাট
করছি
সেটা “তুমি” তুমি” তুমি”
(গল্পটা কেমন লাগল আপনার কাছে?
কমেন্ট করে জানাবেন
Tag: গটরর
May 09