বাংলা স্যার ক্লাসে পডাচ্ছে, স্যারের পেন্টের চেন খুলা
সেটা দেখে ক্লাসে মেয়েরা হাসা-হাসি করতাছে স্যার না
বুঝে,
স্যার: বেশি হাসা-হাসি করলে বাহিরে বের কইরা খারা
কইরা রাখুম
মেয়ে: হা …।হা…।
Tag: খোলা
Jan 17
বাংলা স্যারের চেন খোলা
Jun 22
পেন্টের চেই খোলা
একদিন সুন্দর বিকেলে ধানমন্ডি লেকের পাড় দিয়ে হেটে যাচ্ছিল বল্টু।
বিপরীত দিক থেকে এক সুন্দরী বল্টুর পাশ দিয়ে যাওয়ার সময় বল্টুকে উদ্দেশ্য করে বলে উঠলো দেখলে’তো ভদ্র ছেলে বলেই মনে হয়, পেন্টের চেইন খোলা রেখে রাস্তায় বেরিয়েছেন কেন ?
বল্টু আচমকা পেছনে ফিরে বলে উঠলো : Excuse me! আপনাকে দেখেতো আমার মোটেই ভদ্র মনে হচ্ছে না|রাস্তাঘাটে সুদর্শন বালক দেখলেই পেন্টের চেইন বরাবর তাকিয়ে থাকেন কেন ?
Nov 07
দ্বার খোলা
চাকরী প্রাথী এক যুবক কোন এক প্রতিষ্ঠানের মালিকের কামরায় ঢুকে তাকে কিছু জিজ্ঞেস করার আগেই প্রায় এক নিশ্বাসে নিজের নাম , বয়স, শিক্ষাগত যোগ্যতা , বর্তমান ঠিকানা, বাবার নাম , তার প্রতিভা মেধা , পরিশ্রম প্রিয়তা ইত্যাদি গড়গড় করে বর্ননা করে তারপর একটু দম নিয়ে বলল ভাগ্য বিড়ম্বিত এখন এক শিক্ষিত বেকার যুবকের জন্য আপনার প্রতিষ্ঠানের কি স্যার কোন দ্বার খোলা উন্মুক্ত নেই?
আছে মালিক খুব গম্ভির কন্ঠে বললেন দ্বার মানে দরজা তো? আছে দয়া করে যাবার সময় ওটা আস্তে করে বন্ধ করে দিয়ে যাবেন।