Tag: খাই

হাটে গাই পায়েস খাই

গোপাল ভাঁড়ের ভাইপো আর তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া বেধেছে। মধ্যস্থতা করতে এগিয়ে গেলেন গোপাল। বললেন, ‘বলি কী নিয়ে এত ঝগড়া হচ্ছে শুনি?’
গোপালের ভাইপো বলল, ‘দেখুন তো কাকা, আমি আগামী বছর একটা দুধেল গাই কিনব বলেছি। আর আমার স্ত্রী বলছে, সে নাকি গাইয়ের দুধ দিয়ে পায়েস রাঁধবে।’ ভাইপোর স্ত্রীও সমান তেজে চেঁচিয়ে উঠল।
দু হাত তুলে দুজনকে থামতে ইঙ্গিত করে বললেন গোপাল, ‘আস্তে আস্তে! গাধা নাকি তোরা?’
দুজন একটু ঠান্ডা হলে গোপাল ভাইপোকে বললেন, ‘আরে গাধা, তোর বউয়ের পায়েস রাঁধা তো পরের কথা। আমি যে বাড়ির পেছনে সবজির বাগান করেছি, সেসব যে তোর গরু খাবে, সে খেয়াল আছে?’ –

চিনি খাই

কোন এক শহরে স্বামী,স্ত্রি এবং এক মেয়ে নিয়ে একটি পরিবার ছিলো ।
মেয়ের বয়স খুব কম তারা সবাই যখন রাতেরখাওয়া শেষ করত, তখন স্বামী তার বউকে বলতো চল করি
তার বউ একদিন বলছে মেয়ে বড় হচ্ছে তুমি এই কথা না বলে বলবা চল চিনি খাই ।
এই ভাবেই তারা চিনি খেতে লাগলো। তার কয়েক বছর পর একদিন মেয়েতার বাবাকে বলছে বাবা তোমরা প্রতিদিন যে চিনি খাও কাল রাতে আমিও সে চিনি খেয়েছি অনেক মাজা।
বাবা বললেন, তোমাকে চিনি কে খায়িছে ?
মেয়ে:আমদের কাজের ছেলে মতিনভাই বাবা অনেক মজা চিনি খেতে ।
বাবা তো এই কথা শুনে রেগে আগুন হয়ে গেলেনএবং কাজের ছেলেকে মারতে শুরু করলেন।
পাশের বাড়ির ভদ্রলোক বলেন কাজের ছেলেটাকে মারছেন কেন ভাই?
উত্তরে তিনি বললেন ওআমার চিনি চুরি করে খেয়েছে।
ঐ ভদ্র লোক বলেন সামান্য চিনির জন্য এত মারছেন!
উত্তরে তিনি বললেন ওআমার নতুন বস্তার মুখখুলে চিনি চুরি করে খেয়েছে!

চেটে খাইচেটে খাই

এত্তটুকুন ছেলে তুমি এত বড় দোকান একা সামলাও!
হ্যাঁ ।
বৈয়মের লজেন্স, চকলেট,বিস্কুট এ- সব খেতে লোভ হয় না?
হ্য।খাই না। চেটে-চেটে রেখে দিই।

দুধ খাই না

ছোট এক ছেলেকে পাশের বাড়ির আন্টি জিজ্ঞেস করল, “বলতো কে বেশী বড়, তুমি না তুমার বাবা?” ছেলে কয়েক সেকেন্ড চিন্তা করে বলল, “আমি।”

আন্টিঃ কিভাবে?
ছেলেঃ কারন আমি এখন আর মায়ের বুধ খাই না, বাবা খায়।