Tag: কাল

কাল

কোন এক স্কুলে এক পরিদর্শক গেছেন। তো তিনি যথারিতি ক্লাস পরিদর্শনে গেছেন এবং ঢুকেছে ৫ম শ্রেণীতে । ঢুকে তিনি প্রশ্ন করলেন-
কি ক্লাস হচ্ছে?

১ জন উত্তর দিল- বাংলা-২য়।

ও আচ্ছা-ভিজিটর বললেন-
বলত কাল কত প্রকার?

১ জন বলল: ২প্রকার- যেমন: সকাল ও বিকাল।
২য় জন: গতকাল ও আগামীকা।
৩য় জন: ৬ প্রকার- যেমন: ঐ ৪টি এবং ইহকাল ও পরকাল।

ততক্ষনে পরিদর্শক তো রেগে আগুন। বললেন ক্লাসের ১ম (১ রোল) কে?

১ম বালক দঁড়াল।

ভিজিটর বলল \”তুমি বল কাল কত প্রকার?\”

তখন সে মনেমনে ভাবছে ওরাতো ৬টা বলেছে। আমি ১ম বালক। আমি একটু বেশী না বললে কেমন হয়।
তাই সে বলল ৮প্রকার- যেমন:
১। সকাল ২। বিকাল ৩। গতকাল ৪। আগামীকাল ৫। ইহকাল ৬। পরকাল ৭। বাল্যকাল ৮। বৃদ্ধ কাল।

ভবিষ্যত কাল

শিক্ষক : ‘আমি একজন মানুষকে খুন করেছি’- এই বাক্যটাকে ভবিষ্যত কালে রূপান্তর করো তো ।
ছাত্র : ‘আপনি শীঘ্রই জেলে যাবেন ‘ ।