রঞ্জু মিয়া বড়ই কৃপণ।
একবার তিনিগেছেন
কলা কিনতে।
রঞ্জু মিয়া: কি ভাই, এইছোট্ট কলাটার দাম
কত?
বিক্রেতা: তিন টাকা।
রঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি না বলো?
বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই
তো দুই টাকা।
রঞ্জু মিয়া: এই নাও এক টাকা।
ছোকলা রেখে আমাকে কলাদাও।
Tag: কলাদাও
May 15