Tag: উত্তর

গাধার উত্তর

বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোণায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, ‘আরে গাধা ভাই,
তুমি অযথা নাচছো কেন?’ গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?’ বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’ ‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’
—গাধার উত্তর।

পশ্নের উত্তর

শিক্ষক :তুমি হোমওয়ার্ক করে আনো নি কেন?
ছাত্র : স্যার,লোডশেডিং। তাই আলো ছিলো না.
স্যার:মোমবাতি জ্বালালেই হতো
ছাত্র: স্যার, লাইটার ছিলো না
স্যার : লাইটার ছিলোনা কেন ?
ছাত্র: স্যার ,বাবা যে রূমে নামাজ পড়ছিলো ওখানে ছিলো
স্যার: তাহলে ..ওখান থেকে আনলে না কেন?
ছাত্র: স্যার,আমার ওজু ছিল না
স্যারঃ ওজু ছিল না কেন ?
ছাত্র :পানি ছিল না স্যার.
স্যার : কেন ছিল না ?
ছাত্র : মোটর কাজ করছিলো না!
স্যার : স্টুপিড মোটরে কি হয়েছিলো ?
ছাত্র : স্যার , শুরুতেই
তো আপনাকে বললাম ,
কারেন্ট
ছিল না।

প্রশ্ন উত্তর

প্রশ্নঃ মাঝরাতে ফোন

করে ঘুম

ভাঙ্গিয়েঃ “দোস্ত

ঘুমাইছিলি??”

উত্তরঃ “না না,আমি মর্নিং ওয়াক

করতে ছিলাম !

প্রশ্নঃ সিনেমা হলে দেখা হলে, দোস্ত

এখানে কি করিস??”

উত্তরঃ “আমি সিনেমা হলে পপ কর্ণ

বেচার

কাজ

নিছি ! ! পপকর্ণ

কিনবি ??”

প্রশ্নঃ বাসে (পা মাড়িয়ে

দিয়ে) “সরি আপু!!

ব্যাথা পাননাই তো??”

উত্তরঃ “না ভাই,ব্যথা পাব

কেন??” আমার

পায়ে লোহা বাধা আছে!!

আর একবার পাড়া দেন

প্লীজ !

প্রশ্নঃ TNT ফোনে কল

করার পরঃ “দোস্ত,

তুই কোথায়??”

উত্তরঃ “আমি মার্কেটে, সপিং করতেছি,

TNT

ফোনটা আমার গলায়

ঝুলিয়ে রাখছি!!”

প্রশ্নঃ চুলে নতুন কোন কাট

দেখলেঃ”কিরে চুল

কাটিয়েছিসনাকি?? ”

উত্তরঃ “না না চুল

কাটাই নাই!! এখন

শীতকাল

তো, গাছের

পাতা ঝরার

সাথে সাথে আমার

চুলও

নিজে নিজে ছোট

হয়ে গেছে”

প্রশ্ন – উত্তর

প্রশ্ন : কিভাবে বুঝবো, আমি সেক্সের জন্য প্রস্তুত কি না?

উত্তর : তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে দ্যাখো। এ ব্যাপারে ছেলেরা বেশ বুঝদার। ও-ই জানবে তুমি প্রস্তুত কি না।

প্রশ্ন : প্রথম ডেট এ গিয়েই কি সেক্স করা উচিত?

উত্তর : অবশ্যই উচিত। কেন নয়? পারলে তার আগেই করা উচিত।

প্রশ্ন : সেক্সের সময় কী হয়?

উত্তর : এটা ছেলেদের ওপর নির্ভর করে। তবে মনে রাখতে হবে যে তোমাকে যা করতে বলা হবে তা তুমি বিনা প্রশ্নে করে যাবে। অনেক সময় হয়তো তোমার কাছে একটু উদ্ভট লাগতে পারে ব্যাপারগুলি, কিন্তু ঐটাই দস্তুর।

প্রশ্ন : কতখন সেক্স করতে হয়?

উত্তর : এটা একেবারেই প্রাকৃতিক ব্যাপার, কাজেই লজ্জা পাওয়ার কিছু নেই। যতখন হওয়ার হবে। সেক্সের পর সবসময় ছেলেদের একটা প্রবণতা হচ্ছে তোমাকে ছেড়ে বন্ধুদের সাথে আড্ডায় বেরিয়ে পড়ার, কিছু ব্যক্তিগত টুকটাক শেয়ার করার জন্য। ঘাবড়ানোর কিছু নেই। তুমি ততক্ষণে ওর ঘরদোর গুছিয়ে রাখতে পারো, জামাকাপড় ধুয়ে দিতে পারো, কিংবা ওর জন্য দামী কোন কিছু কিনতে বেরিয়ে পড়তে পারো। আবার সময় হলেই ও তোমার কাছে ফিরে আসবে।

প্রশ্ন : “পররাগ” কী?

উত্তর : সেক্সের পর এটা করতে হয়। সাধারণত ছেলেদের কিছু সময় লাগে আবার শক্তি ও জোশ ফিরে আসতে। এই ফাঁকে তুমি পররাগ করতে পারো। পররাগের মধ্যে পড়ে, ওর সিগারেট ধরিয়ে দেয়া, কিংবা ভালোমন্দ কোন নাস্তা তৈরি করে দেয়া, অথবা বেচারাকে একটু ঘুমাতে দেয়া, অথবা ওর জন্য দামি কিছু কিনতে বেরিয়ে পড়া।

প্রশ্ন : পুরুষাঙ্গের আকার কি আসলেই গুরুত্বপূর্ণ?

উত্তর : অবশ্যই। অনেকে বলতে চায় যে পরিমাণ নয়, মানই সবকিছু, কিন্তু গবেষণায় দেখা গেছে যে ব্যাপারটা ঠিক উল্টো। পরিমাণ অবশ্যই গুরুত্বপূর্ণ। ছেলেদের উত্থিত অঙ্গের গড় দৈর্ঘ্য ৩” এর কাছাকাছি। এর চেয়ে বড় কিছু অত্যন্ত দুর্লভ, এবং তোমার প্রেমিকের লিঙ্গ যদি ৫”-৬” হয়, তাহলে তোমার উচিত হবে ঈশ্বরের কাছে হাত তুলে ধন্যবাদ জানানো, এবং তার কথা অক্ষরে অক্ষরে পালন করা, তাকে খুশি রাখা। তুমি তার জামাকাপড় ধুয়ে দিয়ে, ঘরদোর গুছিয়ে দিয়ে, বা ওর জন্য দামি কোন উপহার কিনে খুশি রাখার চেষ্টা করতে পারো।

প্রশ্ন : আচ্ছা, মেয়েদের অর্গাজম ব্যাপারটা কী?

উত্তর : মেয়েদের অর্গাজম? এটা আবার কী? আরে ধুর, এগুলি সব বানানো গল্প।