Tag: আমাকে

আমাকে আমার মত থাকতে দিন

ক্লাশেঢুকে ঘুমিয়েপড়ল.
শিক্ষক: এই তুমি ঘুমাচ্ছ কেন?
ছাত্র: আমাকে আমার মত থাকতে দিন।
শিক্ষক: এমন করলেতুমি আর প্রথম
হতে পারবেনা।
ছাত্র: আমি নিজেকে নিজের
মতগুছিয়ে নিয়েছি।
ষক…………
শিক্ষক: তুমি এবারও কিন্তু
গণিতে ১০০ পাবেনা এমন করলে।
ছাত্র:যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই
থাক……. সবপেলে ব্যর্থ জীবন।
শিক্ষক: তাহলে তুমি এখন ক্লাশেমন
দিবে না?
ছাত্র: না….না না না..না….
না….না না না..না

আমাকে কলাদাও

রঞ্জু মিয়া বড়ই কৃপণ।
একবার তিনিগেছেন
কলা কিনতে।
রঞ্জু মিয়া: কি ভাই, এইছোট্ট কলাটার দাম
কত?
বিক্রেতা: তিন টাকা।
রঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি না বলো?
বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই
তো দুই টাকা।
রঞ্জু মিয়া: এই নাও এক টাকা।
ছোকলা রেখে আমাকে কলাদাও।