Tag: মাছ

বল্টুর মাছ কি না

বল্টু বাজারে গেছে মাছ কিনতে।

বিক্রেতাঃ “এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে”।

বল্টুঃ এই নিন টাকা।

বিক্রেতাঃ (টাকাটা নিয়ে) এঁকি, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন ??

বল্টুঃ টাকা’টা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা হবে।

বড় মাছ ধরেছি

ভদ্রমহিলা: খোকা, তোমার বাবা কী করেন?
শিশু: আমার বাবা একজন মৎস্যশিকারি।
ভদ্রমহিলা: কিন্তু আমি তো শুনেছি, তোমার বাবা একজন শেয়ার ব্রোকার।
শিশু: না, না! আমি যতবার বাবার অফিসে গেছি, দেখেছি, বাবা কারও সাথে ফোনে কথা বলছেন আর বিগলিত হাসি হেসে বলছেন, ‘স্যার, আরেকটা বড় মাছ ধরেছি!’ 😛

বড় মাছ ধরেছি

ভদ্রমহিলা: খোকা, তোমার বাবা কী করেন?
শিশু: আমার বাবা একজন মৎস্যশিকারি।
ভদ্রমহিলা: কিন্তু আমি তো শুনেছি, তোমার বাবা একজন শেয়ার ব্রোকার।
শিশু: না, না! আমি যতবার বাবার অফিসে গেছি, দেখেছি, বাবা কারও সাথে ফোনে কথা বলছেন আর বিগলিত হাসি হেসে বলছেন, ‘স্যার, আরেকটা বড় মাছ ধরেছি!’ 😛

মাছ রান্না হয়নি

স্বামী: আজ মাছ রান্না হয়নি কেন?
স্ত্রী: মাছটাকে মারতেই পারলাম না।
স্বামী: কী ভাবে মারার চেষ্টা করছিলি?
স্ত্রী: জলে ডুবিয়ে!

তিমি মাছ

একজন ভদ্রমহিলা তার মেয়েকে ধমকে বলে উঠলেন – দেখ রুবি নিজের দুবলতা বাইরে প্রকাশ করতে নেই । যেমন কি ধর খেয়েছিস পোনা কেউ জিজ্ঞেস করলে বলবি রুই কাতলা কোর্মা । বড় বড় মাছের নাম বলবি । রুবি ঘাড় নাড়িয়ে সন্মতি দিলেন

একদিন ভদ্র মহিলা জিজ্ঞেস করলেন তোমার মা আজ কি রান্না করেছেন ? রুবি নিসংকচে জবাব দেয় – তিমি মাছ।