Tag: থেকে

দুই জন থেকে তিন জন

বিল্টু গ্রামে তার মায়ের কাছে ফোন করেছে…

বিল্টুঃ মা, একটা সুখবর আছে।

মাঃ বলিস কি! তাড়াতাড়ি বলে ফেল।

বিল্টুঃ এখন থেকে আমরা দুই জন থেকে তিন জন
হয়ে গেছি, মা।

মাঃ এই সুখবরটা এত দেরিতে বললি কেন?
তা ছেলে না মেয়ে হয়েছে রে?

বিল্টুঃ ওসব কিছু না। আমার বউ
আরেকটি বিয়ে করে ফেলেছে, মা!

পেছন থেকে জড়িয়ে ধরবেনা

স্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা । বুঝেছ ?? এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল : “হ আফা ! আফনেই বুঝান তারে । আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।

হোজ্জা বাজার থেকে

একদিন হোজ্জা বাজার থেকে কলিজা কিনে বাসায় যাচ্ছিলেন।এদিকে তাঁর এক বন্ধু তাঁকে কলিজার পাই বানানোর রেসিপি দিয়েছিলেন, যাতে বাসায় গিয়ে কলিজার পাই রান্না করতে পারেন।কিন্তু হঠাৎ একটি বাজপাখি উড়ে এসে কলিজা ছিনিয়ে নিয়ে একেবারে নাগালের বাইরে উড়ে চলে গেল।
বোকা কোথাকার!চেঁচিয়ে হোজ্জা বললেন, কলিজা নিয়ে গেছ ঠিক আছে, কিন্তু প্রস্তুত প্রণালী (রেসিপি )তো আমার কাছে!

বাড়ি থেকে ১৮২৫ কি:মি: দূরে চইলা আইছি

পল্টুর ওজন বেড়ে যাওয়ায় ডাক্তারের
কাছে গেছে
ডাক্তার : প্রতিদিন ৫ কি:মি: করে দৌড়াবেন
তাহলে ১ বছরে ৫০ কেজি ওজন কমবে।
১ বছর পর পল্টু ডাক্তারকে ফোন করল:
.
.
.

পল্টু : ভাই, ওজন তো কমছে কিন্তু বাড়ি ফেরত
যামু কেমনে?
প্রতিদিন ৫ কি:মি:
দৌড়াইতে দৌড়াইতে বাড়ি থেকে ১৮২৫ কি:মি:
দূরে চইলা আইছি!

৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি।

দীর্ঘদিন চিকিৎসা করার পর তিন
পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক।
চিকিৎসক: বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ
করলে কত হয়?
প্রথম পাগল: ৩৯৮
হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই
প্রশ্ন
করলেন।
দ্বিতীয় পাগল: মঙ্গলবার
হতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই
প্রশ্ন করলেন।
তৃতীয় পাগল: ৯
: ভেরি গুড! এবার বলো তো,
তুমি এটা কীভাবে বের করলে?!
খুশি হয়ে বললেন চিকিৎসক।
তৃতীয় পাগল:

খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ
করেছি!