প্রেমিক-প্রেমিকার মধ্যে কথোপকথন…
প্রেমিকঃ আজকাল দুধ আর সোনার মধ্যে হাত দেওয়া খুব মুশকিল।
প্রেমিকাঃ যাও অসভ্য কোথাকার, আমার সঙ্গে কথা বলবা না।
প্রেমিকঃ তুমি ই বলো কিভাবে হাত দিবো, দুধের কেজি ৬০টাকা আর সোনার ভরী ৫০হাজার টাকা।
প্রেমিকাঃ ও, তাই বলো! আর আমি ভেবেছিলাম তুমি আমার…
Tag: খুব
Nov 09
দুধে হাত দেওয়া খুব মুশকিল
Aug 23
কবরের ভেতরে খুব গরম
বল্টু একবার পূর্ণিমার রাতে এক গোরস্তানের পাশদিয়ে একা যাচ্ছিল। তার খুব ভয় ভয় লাগতেছিলো! হঠাৎ দেখলো যে একটা লোক কবরের পাশে বসে আছে !! লোকটিকে দেখে বল্টু তার কাছে এগিয়ে গিয়ে বলল, “একা একা ভয় লাগছিল! আপনাকে দেখেএকটু সাহস হল! কিন্তু এসময় আপনি এখানে কি করেন ??” লোকটি বলল, “কবরের ভেতরে খুব গরম লাগতেছিল !! তাই বাইরে এসে একটু বাতাস খাচ্ছি!!
Jul 19
আবুল খুব অসুস্থ
আবুল খুব অসুস্থ।ডাক্তার আবুলকে চেক-আপ করে আবুলের বউকে বাইরে ডেকে নিয়ে বলল— উনার হার্টের অবস্থা ভালো নয়। উনাকে প্রতিদিন ভালো-ভালো খাবার রান্না করে খাওয়াবেন। উনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা- পয়সা চেয়ে বিরক্ত করবেন না।বাসায় কোনো টিভি সিরিয়াল দেখবেননা। এভাবে ৬ মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার চলে গেলে আবুল তার বউয়ের কাছে জানতে চাইল যে, ডাক্তার কি বলেছে? আবুলের বউ উত্তর দিল তোমার বাঁচার আর কোন আশাই নেই গো।
Jun 04
ওরা তো খুব কঞ্জুস
স্বামী-স্ত্রীর
মধ্যে কথোপকথন—
স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ
থেকে একটু
চিনি নিয়ে এসোতো?
স্ত্রী: ওরা আমাদের
চিনি দেবেনা।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির
কথা আর বোলো না।
স্বামী: তাহলে আর কী করা;
আমাদের আলমারি থেকেই
চিনি বের
করে চা করে নিয়ে এসো, যাও
Nov 12
একটা খারাপ আর একটা খুব খারাপ
ডাক্তার রোগীকে ফোনে : আপনার জন্যে একটা খারাপ আর একটা খুব খারাপ খবর আছে।
রোগী : খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার : মেডিক্যাল টেস্টে জানা গেছে আপনার আয়ু চব্বিশ ঘন্টা।
রোগী: মাই গড!!! এটা খারাপ খবর হলে আরো খারাপ খবরটা কি?
ডাক্তার : আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি এই খবরটা দেওয়ার জন্য।
- 1
- 2