জনি গাড়ি নিয়ে মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিল। তার গাড়ির গতিসীমা তখন ঘণ্টায় ৬০ কিমির বেশি অতিক্রম করছে।
এমন সময় সে লক্ষ করল, পেছন থেকে একটা পুলিশের গাড়ি তাকে ধাওয়া করছে। জনি বুঝল, সে সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে ফেলেছে। এখন উপায়? গাড়ি থামালেই একগাদা টাকা জরিমানা গুনতে হবে। মনে মনে সে একটা বুদ্ধি আঁটল।
গাড়ির গতি না কমিয়ে সে আরও বাড়িয়ে দিল। পুলিশের গাড়িটাও তখন ঝড়ের বেগে ধেয়ে আসছে।
হঠাৎ একটা পেট্রলপাম্পের পাশে দাঁড়িয়ে গেল জনি। গাড়ি থেকে নেমে এক ছুটে ঢুকে গেল পেট্রলপাম্পের বাথরুমে।
পাঁচ মিনিট পর জনি যখন বের হলো, পুলিশ তাকে ঘিরে ফেলেছে। জনি পেটে হাত বোলাতে বোলাতে বলল, ‘বুঝতেই পারছেন, বেগটা একটু বেশি পেয়েছিল!’
Tag: একটু
Jan 09
বেগটা একটু বেশি পেয়েছিল
Jun 17
একটু বেশিই এডভান্স
শহরে কার্ফু জারি করা হল, সন্ধ্যা৬
টার পর
কাউকে বাইরে দেখা গেলে তাকে গুলিকরা
৬ টা বাজতে ১৫ মিনিট বাকি, সবাই
বাসার দিকে দৌড়াচ্ছে। এর মধ্যে এক
আর্মি একজন
কে গুলি করে মেরে ফেলল।
আরেক আর্মি বললঃ এখনও তো ৬
টা বাজে নাই, তাকে মারলি কেন?
সে উওর দিলঃ এই শালা রে আমি চিনি,
এর বাসা অনেক দূর। ৬ টার
মধ্যে শালায় বাসায়
যাইতে পারবে না।
Jun 14
একটু বেশিই অশ্লীল!!!
তিন মহিলা গল্প করছে-
১ম মহিলা: রাতে যখন আমরা মজা করি তখন আমার স্বামী আমার নিচ দিয়ে পুরো হাত ঢুকিয়ে দেয়।
২য় মহিলা: এইটা কোন ব্যাপার হল? আমার স্বামীতো আস্ত পা’টাই ঢুকিয়ে দেয়।
দুই মহিলার কথা শুনে তৃতীয় মহিলা বিরক্ত হয়ে দুই হাত দিয়ে শাড়ী উপরে তুলে বলল, “এই শুনছ! একটু বেরিয়ে এসতো!”
May 16
একটু বেশী স্মার্ট
দুই নারীর মধ্যে কথোপকথন…….
১ম নারী : জানিস!! আমার
ভাইয়া যা স্মার্ট না!!
চিন্তা করা যায় না। দিনে ২-৩
বার ড্রেস চেন্স করে।
২য় নারী : তাই!! ভালো তো। কিন্তু
আমার ভাই যে এত বেশী স্মার্ট তুই
স্বপ্নেও ভাবা যায় না। সে কয়েক
ঘন্টা পরপর কাপড় পরিবর্তন করে।
১ম নারী : তাই!!
আগে তো বলিসনি তোর ভাই আছে?
২য় নারী : কেমনে বলব????…..
.
আগামী সপ্তাহেই তো হইল।:
Nov 12
একটু বিশ্রাম নিচ্ছ
ছোটোকাকাঃ এই জয়, সকাল ৮টা বেজে গেছে এখনো ঘুমাচ্ছিস?
জয়ঃ ঘুমাচ্ছিনা না তো।
ছোটোকাকাঃ তবে কি করছিস?
জয়ঃ সারা রাত ঘুমিয়েছি তো, তাই বড্ড ক্লান্ত হয়ে পরেছি । একটু বিশ্রাম নিচ্ছি।
- 1
- 2