শেভিং রেজারটা

স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী স্বামীকে রেগে-মেগে গিয়ে বলছে … … … “তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন???”

তুমি বলতে পারো না যে, “আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান … ”

ঠিক তখনই স্বামী কি যেন খুঁজছিল। তাই দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো- কি খুজছো?

স্বামী তখন আমতা আমতা করে বলল- “ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা … “

টাইম-পাস

বল্টু তার গার্লফ্রেন্ড রিমির সাথে কথা বলছে… ।

বল্টুঃ “I LOVE U”.

রিমিঃ”I LOVE U TOO”।

বল্টুঃ কতটা ভালোবাসো তুমি আমাকে?

রিমিঃ যতটা ভালোবাসো তুমি আমাকে।

বল্টুঃ… – – “হারামজাদী (!) তার মানে তুই ও আমার সাথে টাইম-পাস করতেছোস

লাল মিয়া বনাম সোনা মিয়া

লাল মিয়ার ইচ্ছা হলো বিদেশ ঘুরিতে যাইবে। অতএব লাল মিয়া তরিগরি করিয়া পাসপোর্ট করিতে দিলেন। কিছুদিন পর পাসপোর্ট হাতে পাইয়া লাল মিয়ার মাথা খারাপ। তার নামের জায়গায় লাল মিয়ার স্থলে সোনা মিয়া লিখা হইয়াছে। সে পাসপোর্ট অফিসে গিয়া বলিল, হুজুর আমার নাম ভুল হইয়াছে , ঠিক করিয়া দিন? হুজুর বলিল, এইভাবে হইবে না তোমাকে দরখাস্ত লিখে আবেদন করিতে হইবে। অতঃপর লাল মিয়া দরখাস্ত লিখিল।

জনাব,

আমি লাল মিয়া। আমার নাম ভুলবসত লালের পরিবর্তে সোনা হইয়া গিয়াছে। অতএব, হুজুরের নিকট আকুল আবেদন, আমার পাসপোর্ট এ সোনা কাটিয়া লাল করা হোক।

 

২ ফেলটুস

সামিম পরিক্ষার ফলাফল আন্তে যাচ্ছে। হেতের বাবা বলল বাপ ফলাফল আন্তে জাইতাসস আবার যদি খারাপ আসে তাহলে আমারে বাপ ডাকবিনা। সে বলল জি আব্বা। অনেক সময় পর সে আসল।

বাপ জিজ্ঞাসা করল খবর কি?

সে বলল খারাপ। আবার পরের বছর ফলাফল আনবে। এভাবে ২৫ বছর পার হয়ে গেলো কিন্তু সামিম এইটেই থেকে গেলো।
পরের বছর ফলাফল নিয়া বাসায় আসলে বুয়া বলল ভাইজান ফল কি ভাল?  সে বলল, খবর ভাল। বুয়া বলে আপনি পাশ করসেন।

না কাজি আনছি। চল বিয়া করি। তুমি আর আমি সেইম এইট এ পইরা আছি না মরজিনা। আমার মনে হয় না তমি ছাড়া আমাকে কেউ পছন্দ করব। বুয়া বলে তুমি আমারে নাম ধইরা কইলা চল বিয়া করি। তার পর ২ ফেলটুস হানিমুন করতে গেল।

Essay Writer Cheap

Teach them by reminding them that the simile is used for contrasting to distinct ideas through the use of “like”, “as” or “than”. They help improve and liven one’s composing up and jingles and many common tracks take advantage of similes. It offers essay writer cheap a perspective http://essay-writing-service-help.com/ that is new to some bit essay writer cheap essay writer cheap of literature. Perhaps it just sags Such as a weight that is large. essay writer cheap like a syrupy sweet? Or does it explode? Continue reading