বিকিনি পড়ে নাচছে

সিনেমায় নতুন নায়িকা বিকিনি পড়ে নাচছে।

পরিচালক আর প্রযোজক কথা বলছে…

প্রযোজক : নায়িকাটা তো জোস…… কাপড় যখন কমই পড়িয়েছেন তখন ঐটুকু রাখার দরকার কি ছিল?

পরিচালক মুচকি হেসে… “আরে ভাই, ঐটুকু না রাখলে ভিলেন এসে খুলবে কি?

মেয়ে গায়েব

একটা মাইয়্যা দরিয়ারপাড়ে লাফাইতাছে!
হঠাৎ মাইয়্যাডা গায়েব!
মুহুর্তেই একটা অন্ধকার ঘরে তারে পাওয়া গেল।
কিছু বুইঝা ওঠার আগেই একটা সাবানকে উলঙ্গ অবস্থায় দেখা গেল।
সাবান থেকা চক্ষু না ঘুরাইতেই দেখা যায় ঐ মাইয়্যাডারও একই অবস্থা !!
তারপরই ক্লাইমেক্স, টান টান উত্তেজনা!!
মাইয়্যা আর সাবানের মধ্যে তুমুল ঘষাঘষি!
ঘর ভর্তি ফেনা আর ফেনা!!
ফলাফল, মাইয়্যাডা এক মিনিটেরও কম সময়ে
“গোলাপী থেকা পিংকি” হইয়্যা গেল! :P

এই হইল গিয়া আজকালকার “বিউটি সোপ” গুলার বিজ্ঞাপন!
যেইখানে সাবান বেঁচতাছে না মাইয়্যাডারে বেঁচতাছে ঐডা বুঝার কোনই উপায় নাই!!

ব্রা দিয়ে মুখ ডাকলাম

স্ত্রী : জানো আজ একটা বাজে জিনিস হয়েছে৷
স্বামি : কী?
স্ত্রী : আজ গোছল করে কাপড় বদলানোর সময় ভুলে সদর দরজা খোলা ছিল৷
স্বামি :>কী সর্বনাশ ৷ কোন সমস্যা হয়নিতো?
স্ত্রী : >সমস্যা হয়নি মানে৷ আমি কেবল ব্রা পরছি এমন সময় তোমার বন্ধু ঘরে ঢোকে! কি লজ্জার ব্যাপার বলতো?
স্বামি : তখোন তুমি কি করলা?(রাগত ও আশ্চর্য গলায়)
স্ত্রী : আমি আর কি করব৷ লজ্জায় ব্রা দিয়ে মুখ ঢাকলাম…..

এক মুখে কিস

দেবতা একবার ইমরান হাসমীকে জিজ্ঞেস করলো, “তুমি পরের জন্মে কি হতে চাও?”
ইমরান হাসমী-” রাবণ”
দেবতা-“কেন?”
ইমরান হাসমী-” এক মুখে kiss
করতে করতে আর ভালো লাগে না”

আল্লাহর নামে বিল

ফকিরঃ হ্যালো, এটা কি “পিজা হাট” ?
পিজা হাটঃ ইয়েস স্যার এটা “পিজা হাট”।
ফকিরঃ একটা লার্জ পিজা ও এক লিটার পেপসি পাঠাইয়া দাও তারাতারি !
পিজা হাটঃ বিলটা কার নামে পাঠাব স্যার

ফকিরঃ “আল্লাহ্‌র” নামে দিয়া দাও বাবা !!