কপাল আর লুংগি

কপাল আর লুংগির মধ্যে মিল কোথায়?
.
উত্তরঃ দুটোই যেকোনো সময় খুলে যেতে পারে !!!
.
.
এবার বলুন দেখি,
কপাল আর লুংগির মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ আরে ভাই, কপাল খুললেপৌষ মাস,লুংগি খুললে সর্বনাশ

কুড়ি আর বিশ।

হাবলু গেছে বাজারে দুধ বেচতে।
হাবলুর মা হাবলুকে বলছে, তুই দুধ কুড়িটাকায় বেচবি।
ক্রেতা : ঐ দুধ কত?
হাবলু : কুড়ি টাহা।
ক্রেতা : এর কম হবে না?
হাবলু : না,মা আমাকে কুড়ি টাকায় বেচতে কইছে।
ক্রেতা : আচ্ছা,তাহলে বিশ টাকাই রাখ।

হাবলু : বিশ টাকায় বেচমু না।
কুড়ি টাকা হলে লইতে পারেন..

দুই ঠগবাজের কান্ড।

বহুদিন পর দুই ঠগবাজের দেখা।
– এই, দাঁত দিয়ে তুই তোর চোখ কামড়াতে পারবি?
– পারলে কত টাকা দিবি?
– পাঁচ শ’ টাকা। বাজি রইল।
দ্বিতীয় ঠগবাজ তার পাথরের চোখটা বের করে দাঁত দিয়ে কামড় দিল। বাজি হেরে প্রথম ঠগবাজ ভাবল অন্য চোখটা তো আর পাথরের হতে পারে না। বলল, বাকি চোখটা যদি দাঁত দিয়ে কামড়াতে পারিস তা হলে এক হাজার টাকা পাবি।
দ্বিতীয় ঠগবাজ হাঁ করে তার বাঁধানো দু’পাটি দাঁত বের করে চোখটা কামড়ে বলল,দে টাকা।

আবুলের জোকস

আবুল সাহেবের ছেলে তাকে বলছেঃ
আচ্ছা বাবা ধর, তুমি সকালে হাঁটতে বের হয়েছ, পার্কের নির্জন রাস্তায়
হেঁটে যাচ্ছ. . . . . .
এমন সময় তুমি দেখলে রাস্তারমাঝে একটা চকচকে নতুন
একশ টাকার নোট, একটা পুরনো পাঁচশ টাকার নোট আর
একটা আরও পুরনো এক হাজার নোট পড়েরয়েছে, তুমি কোনটা তুলে নেবে??

আবুল সাহেবঃ উম্ম্ম. . . . .
এক হাজার টাকার নোট, পুরনো হলেও টাকা তো টাকাই!!

ছেলেঃ এই জন্যই মানুষ তোমারে নিয়া জোকস বানায়!
তিনটাই তো নিতে পার!

গার্লফ্রেন্ডের একমাত্র বয়ফ্রেন্ড।

বলেন তো দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান
ছেলে কে????
: সালমান খান??
: না..!
: শচীন টেন্ডুলকার??
: সেও না…
: সাকিব আল হাসান??
: না…
: বিল গেটস??
: না , সে না…! দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান
সেই ছেলে
.
যে তার গার্লফ্রেন্ডের একমাত্র
বয়ফ্রেন্ড…..