চার জন বোকা

৪ জন বন্ধু মিলে ১
টা পেট্রলপাম্প দিলো…
কিন্তু
তারা একটা কাস্টমারও পেলোনা!
কিন্তু কেন???
কারন পেট্রলপাম্প টা ছিলো এক তলার উপরে!
আবার চেষ্টা করা যাক.
এবার তারা ঐ জায়গায়
একটা রেস্টুরেন্ট খুললো
কিন্তু এবার ও তারা কোন
কাস্টমার পেলোনা!!
কেন?
কারন তারা পেট্রলপাম্পের
সাইনবোর্ড টাই খুলেনাই!!

এবার অন্য চেষ্টা করা যাক
এবার তারা ৪
জনে মিলে একটা ট্যাক্সি কিনল
কিন্তু এবারও তারা যাত্রী পেলোনা!
কিন্তু কেন??
কারন ২ বন্ধু সামনে আর ২ বন্ধু
পিছে বসেবসে (যাত্রী বসবে কই???)
চলুন আবার চেষ্টা করা যাক!
কিছুদিন পর তাদের ট্যাক্সি নষ্ট হয়ে গেলো!
তারা ৪ জনে ট্যস্ক্সি ধাক্কা দিতে লাগল।
কিন্তু ট্যাক্সি তার
জায়গা থেকে একটুও নড়লোনা!
কেন?
কারন ২ জন পিছনে দিয়ে ঠেলতে ছিলো
২জন সামনে দিয়ে!
শেষ চেষ্টা করে দেখা যাক.
এইবার ৪ জন
মিলে একটা বাচ্চাকে কিডনেপ
করলো!
এবং বাচ্চাটাকে ছেড়ে দিয়ে বলল
বাড়ীতে গিয়ে তোর বাপকে বলবি ৫ লক্ষ
টাকা দেয়ার জন্য! না হয়
তোকে মেরে ফেলবো!
বাচ্চাটা বাড়ীতে গিয়ে বল
বাচ্চার বাপে ও টাকাগুলো দিয়ে দিলো!
কেন জানেন?
কারন বাচ্চার বাপ যে তাদের চার জন
বোকার এক জন ছিলো

আমার টা লইয়া জাও

এক অবিবাহিত যুবক ফেসবুক এ
ইস্টেটাস দিল
আমি বিয়ে করতে চাই ।
২ জন মেয়ে লাইক দিল,

১০৬ জন পুরুষ কমেন্ট করল
আমার টা লইয়া জাও !
আমার টা লইয়া জাও !

সাধারণ ফ্রেন্ড আরবেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য

সাধারণ ফ্রেন্ড আরবেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি?

আপনি কাদায় পা পিছলে পড়ে গেলে সাধারণ বন্ধু

আপনাকে নিয়ে খুব হাসবে।

কিন্তু বেস্ট ফ্রেন্ড কি করবে জানেন?

আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করবে . . .

ছেকাবাবা মমিন

ছেকাবাবা মমিন তার কলেজের এক
মেয়েকে বলল ,I love u
এখন তুমি আমাকে বল
মেয়েঃ- আমি এখন স্যারকে গিয়া বলব।
ছেঁকাবাবা মমিনঃ- ওরে, স্যারকে বইলো না
ওনার বিয়ে হয়ে গেছে।

দশটা না পাঁচটা না একট বৌ চাই

” ডিয়ার আম্মা,
অনেক হইয়াছে এইবার আমাকে বিয়া করিবার
অনুমতি দাও। তোমার
কষ্ট করিয়া আমার বৌ খুঁজিতেহইবে না। আমিই
তোমার লাইগ্যা
একটা ফুটফুটে বউ আমদানি করিব।
১৯ বছর বয়সের জন্য
অপেক্ষা করিয়া লাইফের বারোটা বাজাতে পারুম না।
কোলবালিশের লগেও আর পীরিত করিতে পারুম না।
আমার বৌ চাই!! দশটা না পাঁচটা না একট বৌ চাই
গো আম্মাজান!!
অতত্রব, আমি আশা করিব তুমি তোমার পুত্রের
মনোবাসনা পুরণের
নিমিত্তে গ্রিন সিগন্যাল প্রদান করিয়া পুত্রবধুর মুখ
দর্শন করিবার প্রত্যয় ব্যক্ত করিয়া আমাকে কুমার
ঘুচাইয়া দিবা ।
ইতি
তোমার হতভাগা ছেলে x