সাধারণ ফ্রেন্ড আরবেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি?
আপনি কাদায় পা পিছলে পড়ে গেলে সাধারণ বন্ধু
আপনাকে নিয়ে খুব হাসবে।
কিন্তু বেস্ট ফ্রেন্ড কি করবে জানেন?
আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করবে . . .
Jun 05
সাধারণ ফ্রেন্ড আরবেস্ট ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি?
আপনি কাদায় পা পিছলে পড়ে গেলে সাধারণ বন্ধু
আপনাকে নিয়ে খুব হাসবে।
কিন্তু বেস্ট ফ্রেন্ড কি করবে জানেন?
আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করবে . . .
Jun 05
ছেকাবাবা মমিন তার কলেজের এক
মেয়েকে বলল ,I love u
এখন তুমি আমাকে বল
মেয়েঃ- আমি এখন স্যারকে গিয়া বলব।
ছেঁকাবাবা মমিনঃ- ওরে, স্যারকে বইলো না
ওনার বিয়ে হয়ে গেছে।
Jun 05
” ডিয়ার আম্মা,
অনেক হইয়াছে এইবার আমাকে বিয়া করিবার
অনুমতি দাও। তোমার
কষ্ট করিয়া আমার বৌ খুঁজিতেহইবে না। আমিই
তোমার লাইগ্যা
একটা ফুটফুটে বউ আমদানি করিব।
১৯ বছর বয়সের জন্য
অপেক্ষা করিয়া লাইফের বারোটা বাজাতে পারুম না।
কোলবালিশের লগেও আর পীরিত করিতে পারুম না।
আমার বৌ চাই!! দশটা না পাঁচটা না একট বৌ চাই
গো আম্মাজান!!
অতত্রব, আমি আশা করিব তুমি তোমার পুত্রের
মনোবাসনা পুরণের
নিমিত্তে গ্রিন সিগন্যাল প্রদান করিয়া পুত্রবধুর মুখ
দর্শন করিবার প্রত্যয় ব্যক্ত করিয়া আমাকে কুমার
ঘুচাইয়া দিবা ।
ইতি
তোমার হতভাগা ছেলে x
Jun 05
রণন আর নাছের দুই বন্ধুতে কথা হচ্ছে। রণন:
বুঝলি নাছের, সুলেখাকে আমি ভালোবাসতাম,
কিন্তু এখন আর বাসি না। নাছের: কেন? রণন:
মেয়েটা কানে কম শোনে। নাছের:
কী করে বুঝলি? রণন: আমি ওকে বললাম,
আমি তোমাকে ভালোবাসি। আর ও বলল, আমার
পায়ের স্যান্ডেলটা নতুন!
Jun 04
::পরীক্ষার ফি মাফ করার জন্য লেখা দরখাস্ত::
জনাব,
কথা হইতাছে গিয়া বাপে আমারে ৫০০ টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা।
১০০ টাকা দিয়া সিনেমা দেখছি,
১৫০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি,
৫০ টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি,
আর ২০০ টাকা বাজিতে হাইরা গেছি… ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম। কিন্তু ম্যাডামের লগে ইটিশ-পিটিশ তো চলতাছে আপনার।
এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা: ফিস মাফ; নাইলে পর্দা ফাঁস!!!
আপনার একান্ত অবাধ্যগত ছাত্র,
বল্টু