গভবতী

বাবাঃপিন্টু তুমার জন্য একটা মেয়ে দেখেছি,মেয়েটি খুব গুনবতী,রুপবতী আর বুদ্ধিমতি।
ছেলেঃ কিন্তু আমি যেই মেয়েকে বিয়ে করব সে এখন গর্ভবতী।

চুলকানি হয়েছে

আবুল গেল তার জ্যোতিষ বাবারকাছে ডান হাত বাড়িয়ে বলল, বাবা! আমার ডান হাত চুলকায়।
কী আছে সামনে বলেন?
জ্যোতিষ বাবা বলল, তোর অর্থ প্রাপ্তি সুনিশ্চিত!
আবুল বলল, বাবা, বাম হাতও চুলকায়!
বাবা বলে, কী বলিস! তোর আরও অর্থ আসবে।
আবুল আনন্দিত গলায় বলল,বাবা বাবা,আমারডান হাঁটু চুলকায়।
জ্যোতিষ বলল, তোর বিদেশ যাত্রা হবে।
খুশিতে গদগদ আবুল মহা উৎসাহের সাথে বলল, আমার বাম হাঁটুও চুলকায়!!
বিরক্ত হয়ে জ্যোতিষী বলল,ওরে হারামজাদা, তোরতো চুলকানি হয়েছে!!

আবুলের কফি

আবুল তার বউকে নিয়ে কফি-শপে গেছে।
আবুলঃ কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
বউঃ হোক, সমস্যা কি?
আবুলঃ আরে গাধী, মূল্যতালিকা দেখো। হট কফি- ২০ টাকা, কোল্ড কফি- ৫০ টাকা।
ঠান্ডা হয়ে গেলেই অযথা ৩০ টাকা বেশি দিতে হবে !!

ইভা রহমানের গান লাগামু

আমেরিকা: যদি আমাদের অ্যাটাক করো, আমরাও তোমাদের অ্যাটাক করবো।

ইসরায়েল: যদি তোমরা অ্যাটাক করো,আমরা তোমাদের ধংস করবো।

ইন্ডিয়া: যদি তোমরা অ্যাটাক করো,আমরা তোমাদের সাথে ক্রিকেট খেলবো না… .
বাংলাদেশ: হাহাহা…. প্রত্যেক বর্ডারে সাউন্ড বক্স লাগাইয়া ইভা রহমানের গান লাগামু, পারলে অ্যাটাক কর।

লে পাগলা

পরীক্ষার হলে একজন শিক্ষক তার ছাত্রদের মনের আনন্দে দেখাদেখি করার জন্য সুযোগ দিয়ে পরীক্ষার শেষে সবাইকে বলে দিলো, “খবরদার আমি যে তোদের দেখাদেখি করতে দিয়েছি তা বাইরে কাউকে বলবি না ।
জবাবে এক ছাত্র বললো, স্যার আপনি কোন চিন্তাই কইরেন না, বাহির হইয়া সবাইরে কমু যে…..স্যার শালা বহুত হারামি আছিলো।
ঘাড়টাওঘুরাইতে দেয় নাই। নইলে পরীক্ষায় ভাল নাম্বার পাইতাম।