আব্দুল খালেকের দজ্জাল স্ত্রী ঝাড়ু দিয়ে তাকে পেটানো শুরু করল। নিরুপায় হয়ে আব্দুল খালেক পায়খানায় গিয়ে আশ্রয় নিল।
স্ত্রী বাইরে থেকে চেঁচাতে লাগল। বেরিয়ে আয়, আজ তোর হাড় মাংস আলাদা করে ফেলব।
আব্দুল খালেক ভিতর থেকে বলল, এই পায়খানায় থেকে তোমার পায়খানা বন্ধ করব। বোঝাব, আমার ক্ষমতা কত।
Jul 22
আমার ক্ষমতা কত
Jul 21
দেশপ্রেম
টিচার : “তিন সপ্তাহ ধরে তোমাকে ‘দেশপ্রেম’ রচনা লিখে আনতে বলছি…লিখে আনো নাই কেন?”
ছাত্র : “ম্যাডাম, যখনই লিখি আব্বু নিয়ে চলে যায় ।”
টিচার : “মানে ?”
ছাত্র : “আব্বুর নির্বাচনী ক্যাম্পেইনিং চলছে তো…!
Jul 21
অসাধারণ বুদ্ধি
সান্টু আর মন্টু গাড়ি করে যাচ্ছিল। চালকের আসনে ছিল মন্টু।
সান্টু: কিরে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?
মন্টু: দোস্ত, গাড়ির ব্রেক ফেইল হয়ে গেছে!
সান্টু: আরে গাধা, তাহলে গতি বাড়াচ্ছিস কেন? গতি কমা!
মন্টু: না, না! যে করেই হোক, অ্যাকসিডেন্ট হওয়ার আগে আগে বাড়ি পৌঁছতে হবে!
Jul 21
গোপন জিনিস দেখাব
ছাত্রীঃ স্যার দরজা জানালা বন্ধকরে দিন!
স্যারঃ কেন?
ছাত্রীঃ আপনাকে একটা গোপন জিনিস দেখাব!!!
স্যারঃ সত্যি??? (অবাক হয়ে)
ছাত্রীঃ হ্যাঁ, আগে সবকিছু বন্ধ করে দিন যাতে আলো না আশে !!
স্যারঃ তারপর?? আর?
ছাত্রীঃ আমার কাছে আসেন
স্যারঃ ওহ !! তারপর? আর কি করবো বলো?
ছাত্রীঃ স্যার এবার দেখেন। আমার ঘড়িতে লাইট জ্বলে !
Jul 21
কার্বুরেটরে সমস্যা
এক লোকের গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে । লোকটা অনেক চেষ্টা করেও সমস্যা ধরতে পারলো না । হঠাৎ কে যেন বললো–“মনে হচ্ছে কার্বুরেটরে সমস্যা লোকটা তাকিয়ে দেখে দেওয়ালের উপর বসা এক বিড়াল কথাটা বলেছে । বিড়ালকে মানুষের ভাষায় কথা বলার মতো ভূতুড়ে ব্যাপার দেখে লোকটা আতঙ্কে ঠান্ডা হয়ে গেল । সে দৌড় দিলো পালানোর জন্য । একজন পথচারীর সাথে ধাক্কা লাগলো মাঝপথে । গাড়ির মালিক ভয়ে কাঁপতে কাঁপতে বললো–“একটা বিড়াল বলেছে আমার গাড়ির কার্বুরেটরে সমস্যা !” পথচারীর–“বিড়াল গাড়ির কিছু বোঝে নাকি? আপনি বরং মেকানিক দেখান ।


