রাজার মেজাজ খারাপ।রাজপ্রাসাদ থেকে বেরিয়ে শিকারে যাওয়ার পথে হোজ্জা সামনে পড়ে গেলেন।
শিকারে যাওয়ার পথে হোজ্জার সামনে পড়ে যাওয়াটা আমার ভাগ্যের জন্য খারাপ, প্রহরীদের রাগত গলায় বললেন রাজা।আমার দিকে ওকে তাকাতে দিয়ো না-চাবুকপেটা করে ওকে পথ থেকে সরিয়ে দাও।
প্রহরীরা তা-ই করল।
শিকার কিন্তু ভালোই হলো।
রাজা হোজ্জাকে ডেকে পাঠালেন।
আমি সত্যি দুঃখিত, হোজ্জা।ভেবেছিলাম তুমি অশুভ।কিন্তু তুমি তা নও।
আপনি ভেবেছিলেন আমি অশুভ!হোজ্জা বললেন।আপনি আমাকে দেখার পর ভালো শিকার করেছেন।আর আমি আপনাকে দেখে চাবুকপেটা খেয়েছি।কে যে কার অশুভ, বুঝলাম না।
Aug 19
অশুভ
Aug 19
বাঁশির শব্দ
সাইকিয়াট্রিস্টঃ আপনি নাকি ঘুমানোর আগে খুব জোরে বাঁশি বাজান?
মানসিক রোগীঃ না বাজিয়ে উপায় নেই ডাক্তার সাহেব, এই বাঁশির শব্দ শুনেই তো গণ্ডারগুলো ভয় পেয়ে যায় আর আমাকে আক্রমণ করতে আসে না।
সাইকিয়াট্রিস্টঃ কিন্তু বাংলাদেশের আশেপাশে শত মাইলে মধ্যে তো কোন গণ্ডার নেই। ॥
মানসিক রোগীঃ আমার বাঁশির শব্দ শুনে পালিয়েছে!
Aug 19
শেভিং রেজারটা
স্বামী এবং স্ত্রী খুব ঝগড়া করছে। এমন সময় স্ত্রী স্বামীকে রেগে-মেগে গিয়ে বলছে … … … “তুমি শুধু আমার বাড়ি, আমার টিভি, আমার ফ্রিজ, আমার সন্তান বল কেন???”
তুমি বলতে পারো না যে, “আমাদের বাড়ি, আমাদের টিভি, আমাদের ফ্রিজ, আমাদের সন্তান … ”
ঠিক তখনই স্বামী কি যেন খুঁজছিল। তাই দেখে স্ত্রী জিজ্ঞাসা করলো- কি খুজছো?
স্বামী তখন আমতা আমতা করে বলল- “ইয়ে মানে আমাদের শেভিং রেজারটা … “
Aug 19
টাইম-পাস
বল্টু তার গার্লফ্রেন্ড রিমির সাথে কথা বলছে… ।
বল্টুঃ “I LOVE U”.
রিমিঃ”I LOVE U TOO”।
বল্টুঃ কতটা ভালোবাসো তুমি আমাকে?
রিমিঃ যতটা ভালোবাসো তুমি আমাকে।
বল্টুঃ… – – “হারামজাদী (!) তার মানে তুই ও আমার সাথে টাইম-পাস করতেছোস
Aug 18
লাল মিয়া বনাম সোনা মিয়া
লাল মিয়ার ইচ্ছা হলো বিদেশ ঘুরিতে যাইবে। অতএব লাল মিয়া তরিগরি করিয়া পাসপোর্ট করিতে দিলেন। কিছুদিন পর পাসপোর্ট হাতে পাইয়া লাল মিয়ার মাথা খারাপ। তার নামের জায়গায় লাল মিয়ার স্থলে সোনা মিয়া লিখা হইয়াছে। সে পাসপোর্ট অফিসে গিয়া বলিল, হুজুর আমার নাম ভুল হইয়াছে , ঠিক করিয়া দিন? হুজুর বলিল, এইভাবে হইবে না তোমাকে দরখাস্ত লিখে আবেদন করিতে হইবে। অতঃপর লাল মিয়া দরখাস্ত লিখিল।
জনাব,
আমি লাল মিয়া। আমার নাম ভুলবসত লালের পরিবর্তে সোনা হইয়া গিয়াছে। অতএব, হুজুরের নিকট আকুল আবেদন, আমার পাসপোর্ট এ সোনা কাটিয়া লাল করা হোক।


