১ম বন্ধুঃ বিয়েটা কেমন জানিস?
২য় বন্ধুঃ নাহ্, কেমন?
১ম বন্ধুঃ এটা হচ্ছে ধর, রেস্টুরেন্টে গিয়ে তুই অর্ডার দিবি একটা খাবার, ওটা তোর টেবিলেও আসবে। কিন্তু ওটা মুখে দিয়েই তোর নজর চলে যাবে পাশের টেবিলের ভদ্রলোকের প্লেটের দিকে। তোর শুধু মনে হতে থাকবে, ওটাই তোর অর্ডার দেওয়া উচিত ছিল।
Oct 31
বিয়েটা কেমন
Oct 31
৯ বছরের দুইটা
ছেলেঃ মা, আমার জন্য ১৮ বছরের মেয়ে দেখো, বিয়ে করব।
মাঃ যদি না পাই।
ছেলেঃ তাইলে ৯ বছরের দুইটা মেয়ে হলেও চলবে।
মাঃ কি বললি!
Oct 26
স্টিকে লিপস্টিক
একবার এনজেলিনা জোলি আপা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল । তথন রাস্তার পোলাপান চিল্লাইতে লাগল যদি এই ঠোঁটে লিপস্টিক লাগানো থাকত তাইলে আরো চরম লাগত ।
তথন এনজেলিনা জোলি আপা বললেন-
তাইলে প্রত্যেকদিন কোনো না কোনো ছেলের স্টিকে লিপস্টিক লাগানো থাকত ।
Oct 26
আমার জন্মইতো মহিলা ওয়ার্ডে
মোখলেছহাসপাতালে গিয়ে মহিলা ওয়াবেডে শুয়ে পড়ল৷
নার্স : আপনার লজ্জা করেনা ?মহিলা ওয়ার্ডে শুয়ে আছেন ?
মোখলেছ : এতে লজ্জার কি আছে? আমার জন্মইতো হইছে মহিলা ওয়ার্ডে।
Oct 26
bikroy . com এ বিক্রি করে দাও
একদিন মেয়ে বাবার কাছে গিয়ে বলল: বাবা,আমি একটু কথা বলতে চাই! জরুরী!
বাবা: বলো?
মেয়ে: আমি একটা ছেলেকে ভালোবাসি! কিন্তু সে থাকে আমেরিকায়! তার সাথে আমার ডেটিং ওয়েবসাইটে দেখা হয়! facebook এ ফ্রেন্ড হই! whatsapp এ অনেক chat হয়! সে আমাকে skype তে propose করে! আমারা ২ মাস ধরে viber এ প্রেম করছি! এখন আমরা বিয়ে করতে চাই!
বাবা: সত্যি? তাহলে twitter এ বিয়ে কর, tango তে মজা আর হানিমুন কর! আর e-bay থেকে বাচ্চা কিনো, তা রিসিভ করো gmail এ। husband এর সাথে chat
করতে করতে বিরক্ত হলে , তাকে bikroy . com এ বিক্রি করে দাও!


