ইংরেজি শিখে নিন

শিক্ষক:তোর ইংরেজি পড়াটা বল
ছাত্র:Aতে আপেল আমি খাব পাইরে,Bতে বাতের ব্যথা ঐ যে,Cতে খেতা গেছে ছিইরে,Dতে মার ডাইল রান্না এখন ও হয় নাই

মনে রাখুন আপনি কি

স্বামি স্রী ঘরে ঘুমাচ্ছে হঠাৎ তাদের ঘরে চোর ঢুকল
স্রী:ওগো উঠো চোর এসেছে,চোর এসেছে
স্বামি ঘুম থেকে জেগে
স্বামি:পুরুষ মানুষ ডাকো,পুরুষ মানুষ ডাকো
স্রী:তুমিই তো পুরুষ মানুষ
স্বামি:ও আগে বলবে তো

ফাজিল ছেলে

বাবা ও ছেলের মধো কথোপকথন
ছেলে : বাবা আমি বিয়ে করবো ১৮
বছরের একটি মেয়ে দেখ…..।
বাবা : যদি ১৮ বছরের
মেয়ে না পাই ???
ছেলে:তাহলে.
:
:
:
:
:
:
:
:
৯ বছরের ২টা হলেও
চলবে।
বাবা : হারামজাদা কি বললি……!?!

স্ত্রী ভক্ত

একরাতে রাজা আর রানী গল্প করতে করতে কথায় কথায় রানী বলে ফেললেন.. রানীঃ সব স্বামীরাই বউয়ের কথা শোনে । রাজা রানীর কথায় একমত হলেন না । তখন তারা একে অপরের সাথে তর্ক করতে শুরু করে দিল ।এক পর্যায় রাজা রানীকে বললেন রাজাঃ ঠিক আছে কালই প্রমাণ হয়ে যাবে কে কার কথা শোনে । পরের দিন রাজ্যে ঘোষণা করা হল “সব বিবাহিত প্রজাদের জন্য রাজা এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন” তখন সব বিবাহিত প্রজার হুড়োহুড়ি দিয়ে রাজপ্রসাদের সামনে হাজির হলো । রাজদরবারের সামনে দুইটা সাইনবোর্ড লাগানো হলো ১টা যারা বউয়ের কথা শোনে তাদের লাইন আরেকটা যারা বউয়ের কথা শোনে না তাদের লাইন । তখন সবাই ঠেলাঠেলি করে যারা বউয়ের কথা শোনে সেই লাইনে গিয়ে দাড়ালো । কিন্তু বল্টু বেচারা যারা বউয়ের কথা শোনে না সেই লাইনে গিয়ে দাড়ালো । রাজা হেরে গিয়েও একদিক থেকে খুশি হলেন যাক রাজ্যে এক বান্দা তো আছে যে বউয়ের কথা শোনে না । তখন রাজা কৌতুলি হয়ে বল্টুকে জিজ্ঞাসা রাজাঃ কি ব্যাপার তুমি এই লাইনে এসে দাড়ালে কেনো ? তখন বল্টু বললো……….. .. “আমার বউ আমাকে বেশি হুড়োহুড়ির মধ্যে যেতে মানা করেছে”

Vs. Paper Books The Professionals and Disadvantages

Take it from me women like to store. It have to be encoded within our genetics to-go allin for the income. Just like they also have to check their best, or, feel. Therefore, we look – excessively! Macys:Upto 50% Off Select Gowns Macys: Upto 75% Off Womens Sneakers Macys: View All Objects Online Deals Why most women are enthusiastic about trend styles? Women tend to be more useless than guys. From our visit our legs we feel a stress presenting our very around the normal. We acquire more outfits than males at department stores like Macys. Continue reading