পরের বাসে

এক লোক হন্যে হয়ে এক লোকাল বাসের পেছনে ছুটছে |তাই দেখে বাসের হেলপার বলল,এত কষ্ট না করে পরের বাসে আসলেই তো পারেন । লোকটা উত্তর দিল,সারা জীবন তো পরের বাসে চড়ে এলাম,নিজের তো আর বাস কোন দিন ছিল
না ।

প্রাণ বাচিঁয়ে ও হিরো

১ম জনঃ তুমি যখন পুকুরে ডুবে যাচ্ছিলে তখন তুমি তোমার প্রতিবেশিকে ডাকো নি কেন?
২য় জনঃ কখন ও না । আমি মরে গেলে ও আমি ডাকব না,আমি চাই না আমার আমার প্রাণ বাচিঁয়ে ও হিরো হয়ে যাক ।

 

চাদাঁ তুলে বিদেশে

১ম জনঃ জানেন মিসেস জন গান শিখতে যাচ্ছেন বিদেশে ।
২য় জনঃ তাই নাকি? সে এত টাকা পেল কি করে?
১ম জনঃ প্রতিবেশিরা তার গানের হাত থেকে বাচাঁর জন্য চাদাঁ তুলে টাকার ব্যবস্থা করেছে ।

 

প্লাস্টিকের ফুল

প্রেমিকাঃ তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছ???

প্রেমিকঃতাজা ফুল বেশি সময় তাজা থাকে না । তোমার জন্য নিচে অপেহ্মা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায় ।

পশু প্রীতি

মিলিঃ বেলির পশু প্রীতি আজকাল বেড়ে গেছে ।
লিলিঃ কিভাবে?
মিলিঃ প্রতি সপ্তাহে দুইবার সে চিড়িয়াখানাতে যাবেই । আর অন্য দিন যাবে পার্ক এ ।
লিলিঃ তো পার্ক এ গেলে পশু প্রীতি কিভাবে বাড়বে?
মিলিঃ আরে তখন তো ওর সাথে ওই গাধাটা থাকে।